আমি যদি কোচিং করি, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা: সাকিব

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিব ভাই ক্রিকেট মাঠে অনেক এনজয় করছে: সোহান

১০ ঘন্টা আগে
নুরুল হাসান সোহান (বামে) ও সাকিব আল হাসান (ডানে), ফাইল ফটো

কদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চলাকালীন সাকিব আল হাসান জানিয়েছিলেন, বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক সমস্যা রয়েছে। যা নিয়ে সবাইকে কাজ করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হারের পর সাকিব জানালেন, শুধু মানসিক নয় ক্রিকেটারদের টেকনিক্যাল সমস্যাও আছে। 


সর্বশেষ কয়েক সিরিজ ধরেই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। দ্রুত উইকেট হারানোর সঙ্গে একটুতেই ব্যাটিং ধস, তাতে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসেও মাত্র ৭৬ রানে ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা।


promotional_ad

শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়েছিল ১০৩ রানে। অ্যান্টিগা টেস্ট শেষে ব্যাটারদের টেকনিক্যাল সমস্যা নিয়ে কথা বলেছেন সাকিব। সেই সঙ্গে বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, যার সমস্যা তার নিজেকেই সমাধান করতে হবে। কেউ কারও সঙ্গে কথা বলে খুব বেশি উপকৃত হবে না।


আরো পড়ুন

যখন ক্রিকেট শুরু করেছি তখন থেকেই পরীক্ষা দিচ্ছি, ভবিষ্যতেও দিতে হবে: সোহান

৪১ মিনিট আগে
ক্রিকফ্রেঞ্জি

ব্যাটারদের টেকনিক্যাল সমস্যা নিয়ে সাকিব বলেন, ‘না, টেকনিক্যালিও অনেক সমস্যা আছে। টেকনিক্যালি সাউন্ড এমন খেলোয়াড় খুব বেশি আছে আমাদের তা মনে হয় না। আমাদের দলের যারা আছে সবারই টেকনিক্যাল সমস্যা আছে। কিন্তু তাদের উপায় খুঁজে বের করতে হবে কীভাবে রান করতে হবে ক্রিজে থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা যার যার ব্যক্তিগতভাবে আনা সম্ভব।’


‘এটা কাউকে বলে দিয়ে কাজ হবে বলে আমার মনে হয় না। সুতরাং এটা ব্যক্তিগতভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে কীভাবে সে রানে ফিরতে পারে বা ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে পারে। সব জায়গায় উন্নতি দরকার।’


অধিনায়কের চোখে ক্রিকেটারদের টেকনিক্যাল সমস্যা চোখে পড়লেও তা নিয়ে কোচের সঙ্গে আলোচনা করতে চান না সাকিব। বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, অধিনায়কত্বের সঙ্গে কোচিং করতে হলে তো সমস্যা। সাকিব সাফ জানিয়ে দিয়েছেন, যার কাজ সেটা তারই করা উচিত।


সাকিব বলেন, ‘দেখেন এটা তো আসলে আমার খুব বেশি আলোচনার বিষয় না। কোচেরই আলোচনা করার বিষয়। এখন আমি যদি কোচিংও করি অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা। আমার কাজ যতটুকু ততটুকুতে থাকা আমার মনে হয় বেটার। আমার দায়িত্ব যতটুকু ততটুকু পালন করার চেষ্টা করবো। বাকি যার যে কাজ তা তাদের জায়গা থেকে করলে সবার জন্য কাজটা সহজ হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball