সোহানের ব্যাটিংয়ে খুশি হলেও আউট হওয়ার ধরনে বিরক্ত বাবুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যখন ক্রিকেট শুরু করেছি তখন থেকেই পরীক্ষা দিচ্ছি, ভবিষ্যতেও দিতে হবে: সোহান
৪১ মিনিট আগে
চলমান অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তবে দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করে ইনিংস ব্যবধানে হার এড়ায় তারা। যেখানে বড় অবদান নুরুল হাসান সোহানের। ৬৪ রানের ইনিংস খেলার পর অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করতে গিয়ে তিনি আউট হয়েছেন। সোহানের ক্যারিয়ার সেরা ইনিংস দেখে খুশি হয়েছেন মিজানুর রহমান বাবুল। কিন্তু তার আউট হওয়ার ধরনে সন্তুষ্ট হতে পারছেন না বাংলা টাইগার্সের প্রধান কোচ।
সোহান লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেন। একই ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করেন বাবুল। সেই সুবাদে সোহানকে কাছ থেকে দেখার সু্যোগ হয়েছে বাবুলের। সোহানের ব্যাটিং টেকনিক নিয়ে তাই আস্থা আছে তার।

অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন সোহান। সাকিব আল হাসানের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। কিন্তু তার এই ইনিংসের সমাপ্তিটা হয়েছে বাজে ভাবে। তিনি যে বলে আউট হয়েছে তাতে বিরক্ত হয়েছেন বাবুল।
আবারও সেরা দশের বাইরে মুস্তাফিজ, পেছালেন জাকের-লিটন-তানজিদরা
৫ ঘন্টা আগে
তিনি বলেন, 'আমি অনেক দিন ধরে সোহানের সঙ্গে কাজ করি, তো ওই আউটটা দেখার পর আমার কাছে আসলে ভালো লাগেনি। আমি তাকে ফোনও করতে চেয়েছিলাম, কিন্তু অনেক সময় সে আমার ফোন ধরে না। চিন্তা করে স্যার আমাকে বকা দিবে। কিন্তু কালকে যে ব্যাটিং দেখেছি, অনেক ঘুচানো ছিল।'
২০১৭ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সোহানের। প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে কখনোই দলে নিয়মিত হতে পারেননি তিনি। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ফর্মে আছেন এই উইকেটকিপার ব্যাটার। তাই তার সামনে সুযোগ আছে জাতীয় দলে তার জায়গাটা পাকা-পোক্ত করার।
বাবুল বলেন, 'তার ওপর একটা চাপও আছে, সে জাতীয় দলে জায়গাটা পাকা করতে চাচ্ছে। পরপর দুইটা সুযোগ হয়েছিল এর আগের টেস্ট ম্যাচগুলোতে পাকিস্তানের সাথে, এরপরে নিউজিল্যান্ডেও সুযোগ আসছিলো। তার সঙ্গে যতটুকু কথা হয়েছে, এই সুযোগটা নিতে হবে। ভবিষ্যতে যদি এই সুযোগগুলো আসে তাহলে যাতে মিস না করে। তো প্রথম ইনিংসে না পারলেও, সে দ্বিতীয় ইনিংসে চেষ্টা করেছে এবং আমি যতটুকু দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে।'