পান্ত নয়, কার্তিককে এগিয়ে রাখছেন স্টেইন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বুমরাহ খেলছেন না, বিশ্বাসই হচ্ছে না শাস্ত্রী-স্টেইনের

৩ জুলাই ২৫
জসপ্রিত বুমরাহ, ফাইল ফটো

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে নিজেকে আরও একবার প্রমাণ করেছিলেন দীনেশ কার্তিক। সেই ফর্ম তিনি টেনে এনেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও। সাম্প্রতিক সময়ে তার ব্যাটিংয়ে মুগ্ধ ডেল স্টেইন। তিনি মনে করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ঋষভ পান্তের চেয়ে বেশি কার্যকরী হতে পারেন কার্তিক।


সাউথ আফ্রিকার বিপক্ষে এখনও পর্যন্ত চার টি-টোয়েন্টিতে ৪৬ গড়ে ৯২ রান করেছেন কার্তিক। ফিনিশার হিসেবে খেলতে নেমে প্রায় প্রত্যেক ম্যাচেই টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। বিশেষ করে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সফল তিনি।


promotional_ad

ক্যারিয়ারে ১৬ বছর পেরিয়ে যাওয়ার গেলেও টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি শূন্য ছিলেন কার্তিক। নিজের প্রত্যাবর্তনের সিরিজে সেটিরও দেখা পেলেন এই উইকেটকিপার ব্যাটার। চতুর্থ টি-টোয়েন্টিতে খেলেছেন ৫৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনালেও খেলবেন না যুবরাজ-হরভজনরা

২ ঘন্টা আগে
ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা

স্টেইন বলেন, 'সে প্রত্যেকবারই ফিরে এসেছে এবং দেখিয়েছে সে একজন জাত খেলোয়াড়। আপনি যদি বিশ্বকাপ জিততে চান, আপনাকে এমন একজনকে বেছে নিতে হবে, যে ফর্মে আছে। এমন কিছু খেলোয়াড় আছে যাদেরকে নামের ভিত্তিতে দলে নেয়া হয়, কিন্তু ডিকে (কার্তিক) দুর্দান্ত ফর্মে আছে। যদি সে তার ফর্ম ধরে রাখতে পারে, তাহলে এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ভারতের হয়ে নাম লেখানো সামনের সারির একজন তিনি।'


এদিকে সাউথ আফ্রিকা সিরিজ মোটেও ভালো যাচ্ছে না পান্তের জন্য। দলের নেতৃত্ব সামলে ব্যাটিংয়ে যেন অচেনা পান্ত। স্টেইন মনে করেন, নিজের ভুল থেকে শিখছেন না পান্ত, তাই একই ভুল বার বার করছেন এই উইকেটকিপার।


স্টেইন বলেন, 'পান্ত এই সিরিজে চারটি সুযোগ পেয়েছে, যেখানে সে একই ভুল (বারবার) করছে বলে মনে হচ্ছে। আপনি জানেন যে, ভালো খেলোয়াড়রা তাদের ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু সে (পান্ত) তা করেনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball