এক-দুই ম্যাচ দেখে আপনি কাউকে বিচার করতে পারেন না: আভেষ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনালেও খেলবেন না যুবরাজ-হরভজনরা

২ ঘন্টা আগে
ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ দুই মৌসুমে বল হাতে দুর্দান্ত ছিলেন আভেষ খান। জনপ্রিয় এই টুর্নামেন্ট মাতিয়ে জায়গা পেয়েছেন জাতীয় দলেও। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না ডানহাতি এই পেসার। ঘরের মাঠের সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচেই উইকেটশূন্য ছিলেন আভেষ। তবে ভারতকে সমতায় ফেরানোর ম্যাচে এসে বাজিমাৎ করেছেন তরুণ এই পেসার। 


প্রথম তিন ম্যাচে উইকেটশূন্য থাকা আভেষ এদিন ১৮ রানে নিয়েছেন চার উইকেট। এমন পারফরম্যান্সের পর ডানহাতি এই পেসার জানিয়েছেন, এক-দুই ম্যাচ দেখে আপনি কোনো ক্রিকেটারকে বিচার করতে পারেন না। এদিকে প্রথমবার ব্যর্থ হওয়ার পরও তার প্রতি বিশ্বাস রাখায় ও দল অপরিবর্তিত রাখায় রাহুল দ্রাবিড়ের প্রশংসা করেছেন তরুণ এই পেসার। 


promotional_ad

এ প্রসঙ্গে আভেষ বলেন, ‘চার ম্যাচেও দলে কোনো পরিবর্তন হয়নি, তাই রাহুল (দ্রাবিড়) স্যারকে কৃতিত্ব দিতে হয়। সে প্রত্যেককে সুযোগ দেন এবং লম্বা সময় রাখতে চান। সে এক-দুটি খারাপ পারফরম্যান্সের পর তিনি কাউকে বাদ দেন না। কারণ এক-দুইটি খেলার ওপর ভিত্তি করে আপনি কোনো খেলোয়াড়কে বিচার করতে পা???েন না। প্রত্যেকেই নিজেকে প্রমাণের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে।’


নিজের এমন পারফরম্যান্স বাবাকে উৎসর্গ করেছেন আভেষ। তিনি বলেন, ‘হ্যাঁ, আমার ওপর চাপ ছিল। তিন ম্যাচে আমার শূন্য উইকেট ছিল কিন্তু রাহুল স্যার এবং টিম ম্যানেজমেন্ট আমাকে আরও একটি সুযোগ দিয়েছিল এবং আমি চার উইকেট নিয়ে শেষ করেছি। আমার বাবার জন্মদিন, তাই এটি তার জন্য উপহার।’


ম্যাচ শেষে নিজের সাফল্যের রহস্যও জানিয়েছেন আভেষ। শুরুতে ভারত ব্যাটিং করায় সতীর্থ ব্যাটারদের কাছে থেকে উইকেট সম্পর্ককে ধারণা নিয়েছিলেন তরুণ এই পেসার। স্লোয়ার নিজের শক্তির জায়গা হলেও ইশান কিশানের কাছে থেকে ধারণা নিয়ে এদিন হার্ড লেংথে বোলিং করেছেন আভেষ। তাতেই সাফল্য পেয়েছেন তিনি।


আভেষ বলেন, ‘যখন আমরা প্রথমে ব্যাটিং করা তখন আমি সবসময় ব্যাটারদের জিজ্ঞেস করি যে উইকেট কেমন আচরণ করছে। এটি গতির উইকেট নাকি না। আমি আজ ইশানের (কিশান) সঙ্গে কথা বলেছিলাম, সে বলেছিল হার্ড লেংথের বল খেলা সহজ নয়, কিছু বাউন্স হচ্ছে, বল থামছে এবং নিচু হচ্ছে। তারপর আমি স্টাম্পে আক্রমণ করি এবং হার্ড লেংথে ধারাবাহিকভাবে বোলিং করার পরিকল্পনা করেছি। উইকেট নেয়া নয় ভালো বোলিং করা আমার হাতে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball