জেতার জন্যই খেলবে বাংলাদেশ, বলছেন খালেদ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হেটমায়ারের উইকেটটাই সেরা, বিপিএলে সে আমাকে ছক্কা মেরেছিল: খালেদ

১১ জুলাই ২৫
চার উইকেট নিয়ে রংপুরের জয়ের নায়ক খালেদ আহমেদ, ফাইল ফটো

মেহেদি হাসান মিরাজের শেষের স্পেলে আড়াইশ পেরিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে থামানোর পর ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন তামিম ইকবাল ও মাহমুদুুল হাসান জয়। তবে হঠাৎই ছন্দপতন ঘটে আলজারি জোসেফের দারুণ বোলিংয়ে। শেষ বিকেলেটা নাজমুল হাসান শান্ত ও জয় কাটিয়ে দিলেও এখনও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১১২ রানে পিছিয়ে বাংলাদেশ।


প্রথম ইনিংসের মতো ব্যাটিং ধস হলে রয়েছে ইনিংস হারের শঙ্কাও। তবে অ্যান্টিগা টেস্টকে পাঁচদিনে নিতে চায় বাংলাদেশ। সেই সঙ্গে ক্যারিবীয়দের থেকে পিছিয়ে থাকলেও খালেদ আহমেদ বলছেন, অ্যান্টিগায় জয়ের জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। সেই সঙ্গে ডানহাতি এই পেসার জানিয়েছেন, উইকেট থেকে সুবিধা পাচ্ছেন ব্যাটাররা।


promotional_ad

সতীর্থদের ওপর ভরসা রেখে খালেদ বলেন, ‘আমরা তো জেতার জন্যই খেলব ইনশাআল্লাহ্‌। আমাদের চেষ্টা থাকবে ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে যত রান তুলতে পারে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়। উইকেট খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটসম্যানরা ইনশাআল্লাহ্‌ ভালো খেলবে।’


আরো পড়ুন

যখন ক্রিকেট শুরু করেছি তখন থেকেই পরীক্ষা দিচ্ছি, ভবিষ্যতেও দিতে হবে: সোহান

৪৩ মিনিট আগে
ক্রিকফ্রেঞ্জি

সাউথ আফ্রিকায় ভালো করলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিষ্প্রভ ছিলেন খালেদ। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে বোলিং করলেও কোনো উইকেট পানি ডানহাতি এই পেসার। তবে অ্যান্টিগা টেস্টে দারুণ লাইন লেন্থ বজায় রেখে বোলিং করেছেন তিনি। তাতে সাফল্যও পেয়েছেন খালেদ। 


অ্যান্টিগা টেস্টে ২২ ওভার বোলিং করে নিয়েছেন দুই উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ৯৪ রান করা ক্রেইগ ব্র্যাথওয়েটকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরানোর পর শেষ দিকে মিরাজের দুর্দান্ত ক্যাচে আরেক হাফ সেঞ্চুরিয়ান জার্মেইন ব্ল্যাকউডকেও আউট করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর নিজের বোলিং নিয়ে তৃপ্ত খালেদ।


তিনি বলেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। শেষ দুইটা টেস্টে যেহেতু ভালো করিনি, ইচ্ছে ছিল যেন সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারি। যেমনটা দক্ষিণ আফ্রিকায় করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball