২০২৩ সালে একই দলের হয়ে খেলবেন বাবর-কোহলি?

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি, টি-টোয়েন্টিতে ব্রাত্য বাবর

২৫ জুলাই ২৫
বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি

রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। এদিকে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ভারতের ক্রিকেটার না থাকায় এই দুই দেশের ক্রিকেটারদের একই দলে খেলতে দেখাটা কাল্পনিকই বটে। তবে ২০২৩ সালে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে দুই দেশের ক্রিকেটারদের। 


২০২৩ সালের জুন-জুলাইয়ে মাঠে গড়াতে পারে আফ্রো-এশিয়া। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (অধীনে) আয়োজিত এই টুর্নামেন্টে এশিয়া একাদশের হয়ে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি এবং বাবর আজমকে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এসিসির হেড অব কমার্শিয়াল ইভেন্টস প্রভাকরণ থানরাজ।


এ প্রসঙ্গে ফোর্বসকে প্রভাকরণ বলেন, ‘আমরা এখনও বোর্ডের কাছে থেকে সিদ্ধান্ত পাইনি। আমরা এখনও সাদা কাগজে কাজ করছি এবং এটি উভয় বোর্ডে জমা দেওয়া হবে। তবে আমাদের পরিকল্পনা হচ্ছে ভারত ও পাকিস্তানের সেরা খেলোয়াড়রা এশিয়ান একাদশে খেলার জন্য।


promotional_ad

সর্বশেষ ২০০৫ ও ২০০৭ সালে মাঠে গড়িয়েছিল আফ্রো-এশিয়া কাপ। যেখানে এশিয়া একাদশের হয়ে খেলেছিলেন পাকিস্তানের শোয়েব আখতার, শহিদ আফ্রিদি এবং ভারতের বীরেন্দ্রর শেবাগ ও রাহুল দ্রাবিড়রা। রাজনীতিকে দূরে রেখে টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের দেখতে মুখিয়ে আছেন কমিটির প্রভাবশালী প্রধান নির্বাহী ডামোদার।


আরো পড়ুন

কোহলিকে বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন

২৯ জুলাই ২৫
গ্যারি কারস্টেন (বামে) ও বিরাট কোহলি (ডানে), ফাইল ফটো

তিনি বলেন, ‘ক্রিকেটারদের মাঝে বন্ধন তৈরি এবং তাদেরকে একসঙ্গে খেলতে দেখতে পছন্দ করবো। আমি নিশ্চিত খেলোয়াড়েরা চায় এটি ঘটুক এবং রাজনীতিকে দূরে রাখতে চায়। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একই দলে খেলতে দেখাটা দারুণ কিছু হবে।’


দুই দেশের ক্রিকেটারদের একই দলে খেলানোর ব্যাপারে বেশ আলোচনা হলেও এখনও টুর্নামেন্টের কাজ খুব একটা এগোতে পারেনি তারা। এসিসির হেড অব কমার্শিয়াল ইভেন্টস জানিয়েছেন, সবকিছু চূড়ান্ত হওয়ার পর তারা স্পন্সরশিপ এবং সম্প্রচার সত্ব বিক্রির জন্য দৌড়াবে।


এটি দুর্দান্ত টুর্নামেন্ট হবে বলে মনে করেন প্রভাকরণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একবার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেলে আমরা স্পনসরশিপ এবং একটি সম্প্রচারকের জন্য বাজারে যাবো। এটি বিশাল কিছু হবে এবং সত্যি সত্যিই দারুণ কিছু হবে।’


টুর্নামেন্টটিতে এশিয়া একাদশের হয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেটার ছাড়াও দেখা যেতে পারে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ক্রিকেটারদের। আর আফ্রো একাদশের হয়ে খেলতে পারেন সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ার ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball