ওয়ানডে সিরিজেই ফিরতে পারেন স্টার্ক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্রামে কামিন্স-স্টার্ক, অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ওয়েন
২১ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চোট পেয়েছিলেন মিচেল স্টার্ক। এরপর পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে যান এই পেসার। খেলেননি প্রথম দুই ওয়ানডে ম্যাচেও। তার চোট নিয়ে এখনও নিশ্চিত কিছু বলতে পারছেন না মেডিকেল স্টাফরা। তবে তিনি আশাবাদী, চোট কাটিয়ে ফিরবেন চলমান ওয়ানডে সিরিজেই।
ইতোমধ্যেই স্টার্কের চোটের বেশ উন্নতি হয়েছে। তবে এখনও ম্যাচ খেলার মতো ফিট নন তিনি। টেস্ট সসিরিজে খেলার ব্যাপারেও আশাবাদী তিনি। ওয়ানডে সিরিজে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এখনও মনে করি, আমি ফিরতে পারবো।'

'ক্ষতস্থানে এখনও বেশ কিছুটা ব্যাথা আছে। এটা আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছুটা উন্নতি হবে। কলম্বোয় পৌঁছানোর পর আমরা আবার এটা দেখবো এবং কি অবস্থায় আছে সেটা জানা যাবে।'-তিনি আরও বলেন।
২ দিন আগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ
১৫ ঘন্টা আগে
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন স্টার্ক। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করা লঙ্কানদের ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে এসেছিলেন স্টার্ক। নিজের প্রথম ওভারে বোলিং করার সময় হাতের তর্জনী তার জুতার স্পাইকের উপর লেগে কেটে যায়।
এরপরও তিনি খেলা চালিয়ে যান। এই ম্যাচে তিনি তার কোটার পুরো চার ওভার বোলিং করেছেন। যেখানে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছিলেন এই পেসার।
স্টার্ক চোটে পড়ায় লঙ্কানদের বিপক্ষে সুযোগ মিলেছে ঝাই রির্চাডসনের। সুযোগ পেয়েই বাজিমাত করেছেন এই পেসার। বল হাতে দারুণ ছন্দে আছেন রিচার্ডসন।