ক্রিকেটাররা কেবল অর্থের জন্য খেলে না: সৌরভ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে খেলা চলুক, মতামত পাল্টে বলছেন সৌরভ

২৮ জুলাই ২৫
সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি ও বাবর আজম (বাম থেকে), ফাইল ফটো

বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের সঙ্গে প্রতিযোগিতা করার পাশাপাশি কাঁড়িকাঁড়ি টাকা পারিশ্রমিক, যে কারণে বেশিরভাগ দেশের ক্রিকেটার জন্মভূমির খেলা রেখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাড়ি জমান। এমন অবস্থায় প্রায়শই প্রশ্ন উঠেছে, দেশের হয়ে খেলার চেয়ে টাকার জন্য আইপিএল খেলাই কি বড়?


সৌরভর গাঙ্গুলি অবশ্য, এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি জানিয়েছেন, ক্রিকেটাররা কেবলই টাকার জন্য খেলে না। নিজের কথা প্রতিষ্ঠিত করতে গিয়ে সুনীল গাভাস্কার-রাহুল দ্রাবিড়দের উদাহরণ টেনেছেন তিনি।


promotional_ad

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘অর্থ পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত হতে পারে না। এখনকার খেলোয়াড়রা যে অর্থ পায়, সুনীল গাভাস্কারের সময় থেকে অনীল কুম্বলে-রাহুল দ্রাবিড়রা তার ধারেকাছেও পেতেন না। কিন্তু তাঁদের সবার পারফর্ম করার খিদেটা ছিল। আমার মনে হয় না খেলোয়াড়রা কেবল অর্থের জন্য খেলে। ভারতকে প্রতিনিধিত্ব করার মধ্যে যে গর্ব রয়েছে, সেটার জন্যই তারা মাঠে নামে। প্রত্যেক ক্রিকেটার বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতার জন্য মরিয়া থাকে।’


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনালেও খেলবেন না যুবরাজ-হরভজনরা

১৪ ঘন্টা আগে
ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা

২০২৩-২৭ চক্রের আইপিএলের জন্য নিজেদের মিডিয়া রাইটস বিক্রি করেছে বিসিসিআই। যেখানে ৫ বছরে রেকর্ড ৪৮ হাজার ৩৯০ কোটি রুপি পাচ্ছে টুর্নামেন্টটি। প্রতি ম্যাচের জন্য সম্প্রচার সত্ব পাওয়া প্রতিষ্ঠানদের গুনতে হবে ১০৭.৫ কোটি রুপি। যা ছাড়িয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগকেও (ইপিএল)।


আইপিএলের সত্বের টাকা দিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো আরও শক্তিশালী করতে চান সৌরভ। তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করার এটি একটি বড় সুযোগ। ঘরোয়া অবকাঠামো আরও শক্তিশালী করতে পারবে বিসিসিআই। তৃণমূল পর্যন্ত এই অর্থ পৌঁছে দিতে হবে। এর ফলে খেলোয়াড়দের আয় বাড়ানো যাবে।’


‘অগ্রাধিকার ভিত্তিতে নারী ক্রিকেটারদের বেতন বাড়াতে হবে। আমরা এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করে দিয়েছি। এ মৌসুম থেকেই খেলোয়াড়রা এ সুবিধা ভোগ করতে শুরু করবে। আমার মনে হয়, এর ফলে আরও অনেক বেশি শিশু ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে উঠবে। ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে নিতে অনেক বাচ্চাই আগ্রহী হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball