ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, কেউ তো মুখে তুলে খাইয়ে দেবে না: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিব ভাই ক্রিকেট মাঠে অনেক এনজয় করছে: সোহান

২৩ ঘন্টা আগে
নুরুল হাসান সোহান (বামে) ও সাকিব আল হাসান (ডানে), ফাইল ফটো

অ্যান্টিগা টেস্ট শুরুর আগের দিনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন সাকিব আল হাসান। দলের ক্রিকেটাররা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এমনটাও জানিয়েছিলেন তিনি। তবে টেস্ট শুরুর পরদিনই গায়েব তার সেই ফুরফুরে মেজাজ। ব্যাটারদের ব্যর্থতায় চরম বিরক্ত বাংলাদেশের টেস্ট দলপতি। একই সঙ্গে তিনি জানালেন, এমন ব্যর্থতার কোনও জবাবই নেই তার কাছে।


অ্যান্টিগা টেস্টের প্রথমদিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে সাকিবের দল। স্বীকৃত চার ব্যাটারসহ দলের মোট ছয় জন ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই, অর্থাৎ শুন্য রানে।


promotional_ad

ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেছেন অধিনায়ক সাকিব নিজেই। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। শুরুতে তামিম করেন ২৯ রান। মধ্যভাগে ১২ রান আসে লিটন দাসের ব্যাটে।


আরো পড়ুন

যখন ক্রিকেট শুরু করেছি তখন থেকেই পরীক্ষা দিচ্ছি, ভবিষ্যতেও দিতে হবে: সোহান

১৩ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এমন হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সে যারপরনাই হতাশ সাকিব, 'এই পারফরম্যান্সের কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ দেখি না। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারো কাছে আছে কি না। সাধারণত যেটা হয়, কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন কেউ পারফর্ম করলো না, তাকে বাদ দিয়ে দেই।'


'সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের। তুমি পারফর্ম করছো না, বাদ দিয়ে দিলাম। আসলে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দেবে না। আশা করি সেকেন্ড ইনিংসে এমনভাবে ঘুরে দাঁড়াবে যেন তারা এই ব্যর্থতা থেকে রিকভার করতে পারে। সেই চ্যালেঞ্জটা থাকবে।'


ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ দিন তিন উইকেট করে পেয়েছেন জেইডেন সিলস এবং আলজারি জোসেফ। দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ এবং কাইল মেয়ার্স। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছে দুই উইকেটে ৯৫ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball