বিনামূল্যে খেলা দেখাতে আইসিসির দ্বারস্থ বিসিবি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

যখন ক্রিকেট শুরু করেছি তখন থেকেই পরীক্ষা দিচ্ছি, ভবিষ্যতেও দিতে হবে: সোহান

১৩ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম) সত্ব কিনে নিলেও এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেলের কাছে তারা তা বিক্রি করতে পারেননি। যে কারণে ঘণ্টাখানেক পর টেস্ট সিরিজ শুরু হলেও ঘরে বসে টিভিতে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের সমর্থকরা। তবে আইসিসি টিভিতে খেলা দেখতে পারবেন দর্শকরা।


যদিও আইসিসি টিভিতে খেলা দেখতে ২ ডলার খরচ করতে হবে ক্রীড়াপ্রেমীদের। তবে বাংলাদেশের সমর্থকদের কথা ভেবে বিনামূল্যে খেলা দেখানোর জন্য আইসিসির সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।


promotional_ad

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজামউদ্দিন বলেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আইসিসি টিভি একটা প্ল্যাটফর্ম আছে সেখানে ম্যাচ দেখা যাবে। এ রকম একটা ব্যবস্থা আছে, টিএসএম যারা রাইটস হোল্ডার.. আমরা যতটুকু শুনেছি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মাধ্যমে আইসিসি টিভিতে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এটা দেখা যাবে।’


আরো পড়ুন

৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ

২৯ জুলাই ২৫
আউট হয়ে ফিরছেন মিচেল মার্শ, ফাইল ফটো

‘মূলত, এই অ্যাপসটায় পেমেন্টের মাধ্যমে দেখতে হয়। আমরা চেষ্টা করছি যাতে সাধারণ দর্শক তারা তাদের ডিভাইসে দেখতে পারেন বিনামূল্যে। সে ব্যাপারে আমাদের কথা হয়েছে আইসিসির সঙ্গে। সংশ্লিষ্ট যারা রাইটস হোল্ডার। তাদের সঙ্গেও কথা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে ইতিবাচক। এখন পর্যন্ত যে অপশন আছে সেটা হচ্ছে আইসিসি টিভির মাধ্যমে দেখা। এর বাইরে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।’


শুধু আইসিসি টিভিতে নয় নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমেও বিনামূল্যে খেলা দেখানোর চেষ্টা করছে। তবে সময় খানিকটা সময় হওয়ায় বেগ পোহাতে হচ্ছে বিসিবিকে। তবে অল্প সময়ের মাঝেও জটিলতা কাটিয়ে নিজেদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে খেলা দেখাতে চেষ্টা করছে বিসিবি।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এই টেকনিক্যাল সাইডগুলোও দেখছি। আসলে যখন জানতে পেরেছি টিভির সঙ্গে রাইটস হোল্ডারের বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, দেখার বিষয়ে জটিলতা হয়েছে। এই বিষয়গুলো আমাদের যারা টেকনিক্যাল টিম আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারাও চেষ্টা করেছে, কিন্তু সময়টা অত্যন্ত কম। এত কম সময়ের মাঝেও পুরো বিষয়টাকে আয়োজন করে আমাদের যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে দেয়াটার ব্যাপারেও আমাদের ডিজিটাল টিম কাজ করছে। দেখি এটা কতটা এগোনো যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball