সাকিবের বাংলাদেশ লড়াই করবে, বলছেন ব্র্যাথওয়েট

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ

২৯ জুলাই ২৫
আউট হয়ে ফিরছেন মিচেল মার্শ, ফাইল ফটো

ওয়ানডে ক্রিকেটে পারফরম্যান্সের উন্নতি হলেও টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে এখনও নিজেদেরকে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। মাঝে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের সঙ্গে একটি করে ম্যাচ জিতলেও সাদা পোশাকের ক্রিকেটে টাইগারদের পারফরম্যান্স একেবারে বিবর্ণ। চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও বাংলাদেশকে সমীহ করছে ওয়েস্ট ইন্ডিজ।


বিশ্বের সেরা তিন টেস্ট দলের একটি না হলেও বাংলাদেশকে খাটো করে দেখার সুযোগ নেই বলে মনে করেন ক্রেইগ ব্র্যাথওয়েট। কদিন আগে মুমিনুল হকের জায়গায় বাংলাদেশের টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন সাকিব আল হাসান। ছন্দে না থাকলেও সাকিবের বাংলাদেশ লড়াই করবে বলে জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক।


promotional_ad

এ প্রসঙ্গে ব্র্যাথওয়েট বলেন, ‘সাকিবের বাংলাদেশ লড়াই করবে, ‘তারা বিশ্বের সেরা তিন দলের একটি নয় বলে খাটো করে দেখার কোনো কারণ নেই। এমন নয় যে আমাদের কাছে তারা পাত্তাই পাবে না। আমার মনে হয়, দলের ব্যাটসম্যান ও বোলারদের শৃঙ্খলাবদ্ধ থেকে কঠোর পরিশ্রম করতে হবে।’


সম্প্রতি টেস্ট ক্রিকেটে একেবারেই ছন্দে নেই বাংলাদেশ। সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে তারা। যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার নাম টপ অর্ডার অধারাবাহিকতা। সর্বশেষ সাউথ আফ্রিকা সিরিজে ৫৩ ও ৮০ রানে অল আউট হওয়ার মতো ঘটনাও ঘটেছে।


এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও হেরেছে বাংলাদেশ। তবুও বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ ব্র্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক মনে করেন, ঘরের মাঠে সিরিজ হারায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভালো করার চেষ্টা করবে বাংলাদেশ।


ব্র্যাথওয়েট বলেন, ‘আমাদের লড়াই করতে হবে। তাদের (বাংলাদেশ) হালকাভাবে নেওয়া যাবে না। এটাই মূল বিষয়। তাদের মাটিতে আমরা ২-০ ব্যবধানে জিতেছি, তাই আমাদের বিপক্ষেও তারা ভালো করার চেষ্টা করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball