জাতীয় দলের মতো জাতীয় দলের বাইরেও খেলতে হবে: আল আমিন

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এইচপির কাছে হারলেন নাইম-আফিফরা
৯ ঘন্টা আগে
চোটের কারণে লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন আল আমিন হোসেন। ২০২০ সালের পর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। তবে চোট কাটিয়ে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন আল আমিন। তবে শুধু জাতীয় দলকেই কেন্দ্র করে এগোচ্ছেন না তিনি।
জাতীয় দলের মতো জাতীয় দলের বাইরে অর্থাৎ ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলতে চান আল আমিন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আবারও ফেরার কথা ভাবছেন তিনি। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ডানহাতি এই পেসার।

এ প্রসঙ্গে আল আমিন বলেন, ‘ক্রিকেট খেলতে হলে জাতীয় দলের মতো জাতীয় দলের বাইরেও খেলতে হবে। এটাই আসলে জীবন। যখন জাতীয় দলে খেলিনি তখন তো বাইরে পারফর্ম করেই দলে ঢুকেছি। ইনজুরির কারণে জাতীয় দলে ছিলাম না। চেষ্টা করছি পারফর্ম করে কীভাবে আবার কামব্যাক করা যায়।’
ইনজুরি কাটিয়ে ফিরে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন আল আমিন। লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। যেখানে একটি ম্যাচে ৩১ রানে ৬ উইকেটও নিয়েছিলেন ডানহাতি এই পেসার।
ডিপিএলে এমন পারফর্ম করার পর বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে জায়গা পেয়েছেন আল আমিন। যেখানে নাজমুল ইসলাম ও তালহা জুবায়েরের মতো স্থানীয় কোচদের অধীনে নিজেদের বোলিং নিয়ে কাজ করছেন তিনি। এমন উদ্যোগ নেয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন ডানহাতি এই পেসার।
আল আমিন বলেন, ‘খুব ভালো একটা প্র্যাকটিসের ব্যবস্থা হয়েছে, ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা যারা জাতীয় দলের সাথে সংযুক্ত নেই তাদেরকে নিয়ে ক্যাম্পে স্থানীয় কোচ তালহা ভাই, নাজমুল ভাইরা খুব ভালো কাজ করছেন। অনেক দিন ধরে হয়তো আমরা খেলছি কিন্তু নিজেদের ভুলভ্রান্তি ধরতে পারছিলাম না। এখানে ভিডিও হচ্ছে, যার যে সমস্যা সেটা নিয়ে নির্দিষ্ট করে কাজ হচ্ছে।’