সাবেক ক্রিকেটার, আম্পায়ারদের পেনশন বাড়ালো বিসিসিআই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জুয়ায় হেরে বিসিসিআই থেকে আইপিএলের ২৬১টি জার্সি চুরি

১৫ ঘন্টা আগে
জুয়ায় হেরে বিসিসিআই থেকে আইপিএলের ২৬১টি জার্সি চুরি, ফাইল ফটো

বেতন বাড়তে যাচ্ছে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটারদের। শুধু তাদেরই নয়, পেনশন বাড়তে যাচ্ছে সাবেক ক্রিকেটার এবং আম্পায়ারদেরও। ১৩ ই জুন সোমবার এমনটাই ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


প্রথম শ্রেণির ক্রিকেটে যে ক্রিকেটাররা ১৫ হাজার ভারতীয় রুপি পেতেন, এখন থেকে তারা পাবেন ৩০ হাজার রুপি। সাবেক টেস্ট ক্রিকেটারদের মধ্যে পেনশনে যারা ৩৭,৫০০ রুপি পেনশন পেতেন, তারা পাবেন ৬০ হাজার রুপি।


promotional_ad

আর যারা পেনশনে ৫০ হাজার রুপি পেতেন, তারা পাবেন ৭০ হাজার রুপি। এ ছাড়া ২০০৩ সালের আগে যেসব ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে গেছেন তারা ২২,৫০০ রুপির পরিবর্তে পাবেন ৪৫ হাজার রুপি।


আরো পড়ুন

ওভালের বৃষ্টি ও ভারতের বিপর্যয় সামলে ৩১৪৯ দিন পর নায়ারের হাফ সেঞ্চুরি

৩ ঘন্টা আগে
২০১৬ সালের পর টেস্টে হাফ সেঞ্চুরি করেছেন কারুন নায়ার

প্রমিলা ক্রিকেটে যেসব ক্রিকেটার ৩০ হাজার রুপি পেতেন, তারা পাবেন ৫২ হাজার ৫০০ রুপি। ক্রিকেটারদের ম্যাচ ফি, বেতন ও পেনশনের পাশাপাশি ভারতের আম্পায়ারদেরও বেতন বাড়াতে যাচ্ছে বিসিসিআই।


এ নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, 'সাবেক ক্রিকেটারদের আর্থিক অবস্থার দিকটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খেলোয়াড়রা খেলাটির প্রাণ এবং বোর্ড হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদের খেলোয়াড় জীবন অতিবাহিত হওয়ার পর তাদের পাশে দাঁড়ানো। আম্পায়াররা সব সময় নেপথ্য নায়ক হিসেবে থেকে যান এবং বিসিসিআই তাদের অবদানকে অত্যন্ত গুরুত্ব দেয়।'


বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই ব্যাপারে বলেন, 'সাবেক ও বর্তমান ক্রিকেটারদের ভালোমন্দের দিকে খেয়াল রাখাটা আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ বিষয়। পেনশনের পরিমাণ বৃদ্ধি করাটা তেমনই একটা পদক্ষেপ। এছাড়া বছরের পর বছর ধরে ক্রিকেটের উন্নতিতে যেসব আম্পায়ার ভূমিকা রেখেছেন তাদেরকে বিসিসিআই সম্মান জানায়। আমাদের নতুন প্রকল্পের মাধ্যমে ৯০০ জন এমন ব্যক্তি উপকৃত হবেন তাদের মধ্যে ৭৫ শতাংশের মাইনে ১০০ শতাংশ বাড়বে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball