স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টস জিতে স্কুলের ক্রিকেটের চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাইস্কুল

২৯ মে ২৫
স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাইস্কুল, ক্রিকফ্রেঞ্জি

আধুনিক ওয়ানডে ক্রিকেটে ১০২ রান যেকোনো বিচারেই মামুলি সংগ্রহ। কিন্তু এই ছোট পুঁজি নিয়েও যে লড়াই করা যায়, ম্যাচ জেতা যায় তা করে দেখিয়েছে রংপুর শিশু নিকেতন হাই স্কুল। জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৫৯ রানে হারিয়ে শিরোপা জিতেছে তারা।


সোমবার (১৩ জুন) নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি। টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শিশু নিকেতন। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হাতারে থাকে তারা।


promotional_ad

দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি খেলেছেন তেজান। তাছাড়া তাওহিদ করেছেন ২৪ রান। আর রাকিবুলের ব্যাট থেকে এসেছে ১৪ রান। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে তারা অলআউট হয় ১০২ রানে। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে ১০ ওভার বোলিং করে মাত্র ৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন আরাফাত আমান।


আরো পড়ুন

ছোটোবেলার বন্ধু হলেও কেউ শুভাকাঙ্ক্ষী না: তাসকিন

৬ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তাসকিন আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় বিপাকে পড়ে মেহেরপুরের স্কুলটি। ম্যাচের এক পর্যায়ে ৩২ রানে ৫ উইকেট হারায় তারা। তবে তখনও হয়তোবা জয়ের আশা কিছুটা বেঁচে ছিল তাদের। কিন্তু এরপরই মুড়ি-মুরকির মতো ভেঙ্গে পড়ে তাদের ব্যাটিং লাইনাআপ।


পরের ১১ রানের মধ্যেই বাকি ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২০ ওভার ২ বল খেলে তারা অলাআউট হয় ৪৩ রানে। শিশু নিকেতনের হয়ে ১৪ রানে ৫ উইকেট শিকার করেছেন শেখ ইমতিয়াজ। এর ফলে ৫৯ রানের জয়ে এবারের আসরের চ্যাম্পিয়নের মুকুট পড়ে রংপুরের স্কুলটি।


চ্যাম্পিয়ন হওয়ার পর গণমাধ্যমকে ইমতিয়াজ বলেছেন, 'দুই বছর আগে আমরা স্কুল ক্রিকেটের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলাম। তখন থেকেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কঠোর পরিশ্রম করে আসছিলাম। প্রতিযোগিতার শুরু থেকেই কোচ নাসির আহমেদ আকাশ স্যার বলে আসছেন, 'তোমরা নিজেদের সেরাটা দেওয়ার প্রতি মনোযোগী হও, বাকিটা এমনি আসবে।' আমরা সে চেষ্টাই করেছি। আজকের সাফল্য আমাদের পরিশ্রমের ফসল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball