প্রায় ৪৪ হাজার কোটি রুপিতে বিক্রি আইপিএলের সম্প্রচার স্বত্ব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলের টেলিভিশনের সম্প্রচার স্বত্বের নিলামে অংশ অনেকেই নিয়েছে। ভিয়াকম-রিলায়েন্স, জি, ফান এশিয়া, সুপার স্পোর্ট, টাইমস ইন্টারনেটের মত কোম্পানিরা। কিন্তু মূল লড়াই ছিল শুধু ডিসনি স্টার ও সনির মধ্যে। শেষ পর্যন্ত অবশ্য এই নিলামে বাজিমাত করেছে সনি।


ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। টেলিভিশনের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ম্যাচ পিছু ৫৭.৫ কোটি রুপিতে। অর্থাৎ পাঁচ বছরের ভারতে টিভি সম্প্রচার স্বত্বের দর ২৩,৫৭৫ কোটি রুপি। তবে শেষ পর্যন্ত এই অর্থের পরিমান আরও বাড়তে পারে। 


এবারের আইপিএলের সম্প্রচার স্বত্বকে চারটি প্যাকেজের আওতায় এনেছিল ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্যাকেজ ‘এ’-তে আছে ভারতীয় উপমহাদেশের টেলিভিশন স্বত্ব। প্যাকেজ ‘বি’-তে ডিজিটাল (স্ট্রিমিং) স্বত্ব, প্যাকেজ ‘সি’-তে থাকছে গুরুত্বপূর্ণ ম্যাচের বাড়তি সংযোজন।


promotional_ad

প্যাকেজ ‘ডি’-তে থাকবে উপমহাদেশের বাইরের স্বত্ব। প্যাকেজ-সি'তে শনি ও রবিবারের ম্যাচ, প্লে-অফ ও ফাইনালের ম্যাচ থাকবে। এখন পর্যন্ত যে অর্থের পরিমান সংবাদমাধ্যমে উঠে এসেছে তা প্যাকেজ ‘এ’ ও ‘বি’-র যোগফল। অর্থাৎ বাকি দুটির হিসেব এখনও বাকি।


২০২৩ থেকে ২০২৭ সালের জন্য পাঁচ বছরের সম্প্রচার স্বত্বের নিলাম শুরু হয় কাল (রবিবার)। প্রথম দিনের নিলামেই ম্যাচপ্রতি আয়ে ইংলিশ প্রিমিয়ার লিগকে টপকে যায় আইপিএল। গতকাল প্যাকেজ ‘এ’–র দর উঠেছিল ২১ হাজার ৯০ কোটি এবং প্যাকেজ ‘বি’–র দর উঠেছিল ১৭ হাজার ৭৬০ কোটি।


আইপিএলে বছরে ৭৪টি ম্যাচ হয়, সে হিসেবে গতকালই ম্যাচ প্রতি ১০৫ কোটি রুপি বা ১ কোটি ৩৪ লাখ ডলার আয় নিশ্চিত হয়েছিল বিসিসিআইয়ের, যা ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বেশি। আর দ্বিতীয় দিনের নিলাম শুরু হওয়ার পর অর্থের পরিমান স্বাভাবিকভাবে বেড়েছে।


শেষ খবর পাওয়া পর্যন্ত প্যাকেজ ‘এ’, অর্থাৎ টিভি স্বত্ব বিক্রি হয়েছে ২৩ হাজার ৫৭৫ কোটি রুপিতে। প্যাকেজ ‘বি’, অর্থাৎ স্ট্রিমিং স্বত্ব বিক্রি হয়েছে ১৯ হাজার ৬৮০ কোটি রুপিতে। তবে এই হিসেবে নিলামের পরও শেষ হয়নি। প্যাকেজ ‘এ’ সনি জিতলেও প্যাকেজ ‘বি’তে নাকি জয়ী হয়েছি  স্টার।


এছাড়া খবর অনুযায়ী, সনি প্যাকেজ ‘বি’ জিততে এতোটাই মরিয়া যে তারা স্টারকে চ্যালেঞ্জ করেছে। প্যাকেজ ‘সি’ ও প্যাকেজ ‘ডি’র ক্ষেত্রে নিলামের বিজয়ীর নাম অবশ্য এখনো জানা যায়নি। নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি দর হেঁকে বিডিং শুরু হয়। পালটা দর হাঁকার জন্য ৩০ মিনিট বরাদ্দ হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball