টি-টোয়েন্টি সিরিজও আফগানিস্তানের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ

১৬ ঘন্টা আগে
ফাইল ছবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। এবার এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তান ২১ রানের জয় পেয়েছে।


এই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান করেছিল আফগানিস্তান। জবাবে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে। আফগানিস্তানের দেয়া মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।


তারা দলীয় ১১ রানে ওপেনার ওয়েসলে মাধেভেরের উইকেট হারিয়েছে। এরপর দলের হাল ধরেন ইনোসেন্ট কাইয়া ও তাদিওয়ানাশে মারুমানি। এই দুজনে যোগ করেন ৫২ রান। মারুমানি ৩০ রান করে আউট হলে আবারও বিপদে পড়ে জিম্বাবুয়ে।


promotional_ad

তারা দ্রুত হারায় অধিনায়ক ক্রেইগ আরভিনের (২) উইকেট। তিনি ফেরার পর হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার কাইয়া। সিকান্দার রাজা ২১ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেললেও যোগ্য সঙ্গ দিতে পারেননি কাইয়াকে। শেষদিকে রায়ান বার্ল (০) ও রেজিস চাকাভা দ্রুত ফিরলে আর জয় পাওয়া হয়নি জিম্বাবুয়ের।


আরো পড়ুন

হেনরির ৯ উইকেট, ইনিংস হার এড়ানো জিম্বাবুয়েকে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের জয়

১১ ঘন্টা আগে
দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা ম্যাট হেনরি

কাইয়া শেষ পর্যন্ত আউট হয়েছেন ৫৪ রান করে। আফগানিস্তানের বোলারদের মধ্যে ২টি উইকেট নিয়েছেন রশিদ খান। একটি করে উইকেট পেয়েছেন ফজলহক ফারুকি, নিজাত মাসুদ, মোহাম্মদ নবি ও করিম জানাত।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে হজরউতউল্লাহ জাজাইয়ের ২৮, নাজিবউল্লাহ জাদরানের ৫৭ ও মোহাম্মদ নবির অপরাজিত ৪৩ রানে বড় পুঁজি নিশ্চিত করে আফগানরা। জিম্বাবুয়ের হয়ে ২টি উইকেট নেন টেন্ডাই চাতারা, একটি করে উইকেট পেয়েছেন লুক জাঙ্গ ও রায়ান বার্ল।


সংক্ষিপ্ত স্কোর-


আফগানিস্তান- ১৭০/৫ (২০ ওভার) (জাজাই ২৮, জাদরান ৫৭, নবি ৪৩*; চাতারা ২/৩৩, জাঙ্গু ১/২৬)


জিম্বাবুয়ে- ১৪৯/৭ (২০ ওভার) (কাইয়া ৫৪, মারুমানি ৩০, রাজা ৪১; রশিদ ২/ ৩২, নবি ১/১৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball