আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চান রুশো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আবারও দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ফিরতে চান রাইলি রুশো। কোলপাক চুক্তিতে ইংল্যান্ডে খেলতে যাওয়া এই ব্যাটার অবশ্য এর আগেও কয়েকবার জাতীয় দলে ফিরতে চেয়েছিলেন। যদিও তাকে সেই সুযোগ দেয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।


শেষবার ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন রুশো। এরপর ২০১৭ সালে তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ার। তখনকার দক্ষিণ আফ্রিকার হেড কোচের দায়িত্বে থাকা রাসেল ডমিঙ্গো এ কারণে রুশোর সমালোচনাও করেন।


promotional_ad

তারপর থেকে জাতীয় দলে আর খেলা হয়নি রুশোর। অথচ জাতীয় দলের হয়ে খেলা নিজের শেষ সিরিজেও ৭৭.৭৫ গড়ে ৩১১ রান করেন তিনি। রুশো অবশ্য শুধু কাউন্টি ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেননি।


বিপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টসহ দেশ-বিদেশে বিভিন্ন লিগে খেলে বেড়িয়েছেন। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ইংলিশ টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে ৯২.৬৬ গড় ও ১৯১.৭২ স্ট্রাইক রেটে ২৭৮ রান করেছেন তিনি।


জাতীয় দলে ফেরার ব্যাপারে রুশো বলেন, 'আমি আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চাই। আমরা যদি এই ব্যাপারে সম্মত হতে পারি তাহলে বিদেশের মাটিতে খেলতে তো আর বাধা নেই। ২০১৬ তে যেমন ছিলাম সেই সময় থেকে ক্রিকেটার হিসেবে আমি শতভাগ ভালো অবস্থানে আছি। সাদা বলের ক্রিকেটে আমি বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে তাল-মিলিয়ে খেলেছি।'


দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৬ ওয়ানডেতে ৩৮.৭১ গড়ে তিনটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিসহ এক হাজার ২৩৯ রান করেছেন রুশো। দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে কখনোই সুযোগ পাননি তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball