টপ অর্ডার ব্যাটাররা যেকোনো জায়গায় খেলতে পারে: ইমরুল

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

বছরান্তর ভেন্যু বাড়িয়ে হোম-অ্যাওয়ে বিপিএলের পথে হাঁটতে চায় বিসিবি

১০ ঘন্টা আগে
বিসিবি

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ওপেনিংয়ে খেলেছেন ইমরুল কায়েস। যদিও জাতীয় দলে ওপেনিংয়ে জায়গা পাওয়া এখন অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলে জাতীয় দলের হয়ে তাই যেকোনো জায়গায় ব্যাট করতে চান বাঁহাতি এই ব্যাটার।


ওয়ানডেতে বাংলাদেশের হয়ে নিয়মিত ওপেনিং করছেন লিটন দাস ও তামিম ইকবাল। আর টেস্টে তামিমের সঙ্গে কখনও মাহমুদুল হাসান জয়, কখনও সাইফ হাসান কিংবা সাদমান ইসলাম ব্যাট করেন। টি-টোয়েন্টিতে লিটন নিয়মিত ওপেনিং করলেও তার সঙ্গে জুটি জমাতে পারছেন না কেউই। ইমরুলের বিশ্বাস এক থেকে ছয় নম্বর যেকোনো পজিশনেই তিনি ভালো করতে পারবেন।


promotional_ad

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে ইমরুল বলেন, 'টপ অর্ডার ব্যাটাররা আমার মনে হয় যেকোনো জায়গায় খেলতে পারে। এক থেকে ছয় পর্যন্ত ব্যাট করার অ্যাবিলিটি থাকে। আমিও এর আগে করেছি। আমার ওপেনিং বা মিডল অর্ডার নিয়ে কোনো সমস্যা নেই। যেখানেই সুযোগ পাই আমি ভালো করার চেষ্টা করবো।'


আরো পড়ুন

৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়

২৪ মার্চ ২৫
একই ম্যাচে সেঞ্চুরি করেছেন ইরফান শুক্কুর (বামে), ইমরুল কায়েস (মাঝে) ও সাব্বির হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

ইমরুল অবশ্য আলাদা করে কোনো ফরম্যাটকে নিজের লক্ষ্য বানাচ্ছেন না। ক্রিকেটের তিন ফরম্যাটে খেলাই তিনি উপভোগ করেন। তবে ওয়ানডেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। তাই ফিরলে ওয়ানডেতেই ফিরতে চান তিনি। 


এ প্রসঙ্গে ইমরুল বলেন, 'এইটা আলাদা করে বলাটা কঠিন। আমি তিনটি ফরম্যাটই উপভোগ করি। যদিও আমি ওয়ানডেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার রেকর্ড বলেন সবকিছু বলেন এই ফরম্যাটে ভালো। আমি সবসময় বলবো ওডিআইতে আমার ইচ্ছে (ফেরার)।'


ইমরুল সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্টে। ওয়ানডে খেলেছেন এরও এক বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সর্বশেষ টি-টোয়েন্টি ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball