ইনজুরিতে ছিটকে গেলেন মার্শও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লিচই ইংল্যান্ডের সেরা স্পিনার, বিশ্বাস লায়নের
৩১ জুলাই ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন মিচেল মার্শ। তিনি কাফ স্ট্রেইনের চোটে পড়েছেন। এর ফলে ওয়ানডে সিরিজেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে।
এই চোট থেকে সেরে উঠতে মার্শের দুই সপ্তাহের মতো সময় লাগবে। এর ফলে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া প্রায় অসম্ভব বলাই যায়।

কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোটে পড়েছিলেন মার্শ। অবশ্য সেই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা।
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
২৫ জুলাই ২৫
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মার্শের বদলি হিসেবে ডাক পেয়েছেন জস ইংলিস। এদিকে মার্শ ইনজুরিতে পড়লেও দেশে ফেরত পাঠানো হচ্ছে না তাকে।
এই অলরাউন্ডারকে দলের সঙ্গে রেখেই পুনর্বাসন চালিয়ে যাওয়ার কথা বলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মূলত টেস্ট সিরিজের দলে থাকায় তাকে রেখে দিচ্ছে অজিরা।
মার্শের আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন মিচেল স্টার্কও। এই পেসারের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে ওয়ানডে সিরিজের প্রথম অংশে পাওয়া যাচ্ছে না তাকে।