টেস্ট র্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, পেছালেন মিরাজ-এবাদত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স
২৬ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পরও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাদেরই একজন তাইজুল ইসলাম।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাইজুলের অবস্থান এখন ২২ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে রয়েছেন। তাইজুলের রেটিং পয়েন্ট এখন ৬৩৬।

প্রোটিয়াদের বিপক্ষে ডারবান টেস্টে একাদশেই ছিলেন না তাইজুল। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ফিরে প্রথম ইনিংসে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে তার শিকার ৬৭ রানে ৩ উইকেট। এমন পারফরম্যান্সের ফলেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাইজুলের।
দারুণ বোলিংয়ের পর খালেদ আহমেদেরও দারুণ উন্নতি হয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে ২২ ধাপ এগিয়েছেন। এর মধ্যে প্রথম ইনিংসে ১০০ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। সেরা একশোতে জায়গা করে নেয়া এবাদতের অবস্থান ৯৮তম স্থানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনের। দুই ইনিংসে তিন উইকেট নেয়া মিরাজ তিন ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন। আর এবাদত ৬ ধাপ পিছিয়ে ৮৫তম স্থানে নেমে গেছেন। দারুণ উন্নতি হয়েছে বাংলাদেশকে ধসিয়ে দেয়া দুই স্পিনার সাইমন হার্মার ও কেশভ মহারাজের।
হার্মার দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়ে ২৬ ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন ৫৪ নম্বরে। লম্বা লাফ দিয়েছেন মহারাজ। তিনি ৭ ধাপ এগিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫৭ রানে দুটি ও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৭ উইকেট নিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন এই স্পিনার।