আমাদের দুয়েকজন ছাড়া কেউ ভালো স্পিন খেলে না: মুমিনুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বোলিংয়ে মিরাজের উন্নতি, ব্যাটিংয়ে শান্ত-মুমিনুল-জাকের

৩০ এপ্রিল ২৫
সিলেট টেস্টে ১০ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

উপমহাদেশের দলগুলো দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়াতে গিয়ে পেস তাণ্ডবে ভুগছে এটা একেবারে নিয়মিত চিত্র। তবে এবারের দক্ষিণ আফ্রিকা সফরে সেই চিত্র বদলে দিয়েছে বাংলাদেশ। উপমহাদেশের দলগুলোর শক্তির জায়গা স্পিনেই কুপোকাত হয়েছে মুমিনুল হকের দল।


দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশভ মহারাজ এবং সাইমন হার্মারের স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি নাজমুল হোসেন শান্ত-তামিম ইকবাল। দুই টেস্টে দুই স্পিনার মিলে নিয়েছেন ২৯ উইকেট। উপমহাদেশের দল হওয়ার পরও স্পিনে এমন পরিস্থিতি কেন? এমন প্রশ্ন ছোঁড়া হলে তামিম জানান, বাংলাদেশের ব্যাটাররা উঁচু মানের স্পিনারদের ভালো খেলতে পারেন না। 


promotional_ad

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘এটা তো আগে থেকেই সবাই জানে, উঁচু মানের স্পিন বোলিংয়ের বিপক্ষে আমরা ভালো খেলি না। আমাদের দুয়েক জন ছাড়া আর কেউ স্পিন খুব ভালো খেলে না। স্পিন কোন দিক দিয়ে কীভাবে খেলতে হবে, সেটা হয়তো আমরাও বুঝি না। এসব জায়গায় উন্নতি করতে হবে।’


আরো পড়ুন

ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স

২৬ মিনিট আগে
গণমাধ্যমে কথা বলছেন ফিল সিমন্স, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রতিটি দলেই প্রায় দুই একজন বাঁহাতি স্পিনাররা রয়েছে। যাদেরকে বছরের পর বছর খেলে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। তবুও কেশভ মহারাজকে দুই ইনিংসে ১৪ উইকেট দিয়েছে মুমিনুলের দল। বাঁহাতি এই স্পিনারদের  এত বেশি খেলার পরও কেন এই পরিস্থিতি। সেটির ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।


মুমিনুল বলেন, ‘আমাদের উইকেট আর এখানকার উইকেটের একটু ভিন্নতা আছে। উপমহাদেশে যারা বোলিং করে তারা ‘সাইড স্পিন’ করে, যেটা আমাদের দেশে খুব কাজে দেয়। এটা আমাদের দেশে ও উপমহাদেশের জন‍্য খুব গুরুত্বপূর্ণ। আর এই সব জায়গায় সাইড স্পিন খুব একটা কাজে দেয় না। এখানে ‘ওভার স্পিন’ কার্যকর।’


‘আমাদের বোলাররা হয়তো কন্ডিশনের জন‍্য সাইড স্পিন করে। এখানে এসে ওরা ওভার স্পিন করবে, (এতো সহজ নয়)। ওভার স্পিনের জন‍্য টেকনিক‍্যাল পরিবর্তন করতে হয়। তখন তার আগের টেকনিকের সমস‍্যা হতে পারে। আর ঘরোয়া ক্রিকেটের স্পিনার এবং আন্তর্জাতিক স্পিনারের মানে অনকে পার্থক‍্য আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball