তবুও পেস বান্ধব উইকেট চান এলগার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স
২৮ মিনিট আগে
ডারবানে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ২২০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্পিন বান্ধব উইকেটে এতো বড় জয় পাওয়ার পরও নিয়মিত পেস বান্ধব উইকেটে খেলতে চান অধিনায়ক ডিন এলগার।
ঘরের মাটিতে বরাবরই পেস বান্ধব উইকেটে খেলে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে এশিয়ার দলগুলোর বিপক্ষে বরাবরই ঘাসের উইকেটে খেলে অভ্যস্ত তারা। ব্যতিক্রম ছিল এইবার। বাংলাদেশকে স্পিনেই খাবি খাইয়েছে তারা।

পুরো ম্যাচে বাংলাদেশের ২০ উইকেটের ১৪টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। বাংলাদেশের প্রথম ইনিংসে চার উইকেট নেন কোলপাক ফেরত স্পিনার সাইমন হার্মার। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে হার্মার তিনটি ও কেশভ মহারাজ সাতটি উইকেট নেন।
তবুও অধিনায়ক এলগারের চাওয়া পেস বান্ধব উইকেট, 'আইপিএলে যারা গেছে ওরা যদি থাকতো তাহলেও কেশভ এবং হার্মি (হার্মার) বেশীরভাগ ওভার বোলিং করত। তবে এই ধরনের ক্রিকেটে আমরা অভ্যস্ত নই। আমরা এমন ধরনের ক্রিকেট খেলতেও চাই না।'
'আমরা এখনও এমন কন্ডিশনে খেলতে চাই, যেখানে আমরা তিনজন পেসার খেলতে পারি, একজন অলরাউন্ডার খেলাতে পারি এবং একজন স্পিনার খেলাতে পারি। আমরা ফাস্ট বোলিং দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চাই।'
ম্যাচের প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এরপর মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ২৯৮ রান তোলে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা তোলে ২০৪ রান। এরপর মাত্র ৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এলগারের চাওয়া অনুযায়ী সেই ম্যাচে প্রোটিয়ারা পেস বান্ধব উইকেট বানাবে কিনা, সেটার উত্তর দেবে কেবল সময়ই।