তৃতীয় দিন থেকেই স্পিন ধরবে, জানতেন মুমিনুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বোলিংয়ে মিরাজের উন্নতি, ব্যাটিংয়ে শান্ত-মুমিনুল-জাকের

৩০ এপ্রিল ২৫
সিলেট টেস্টে ১০ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

ডারবানের কিংসমিডের উইকেট পেস বান্ধব হলেও গত কয়েক বছরে সেটা ধীরগতির হতে শুরু করেছে। তাতে পেসারদের সঙ্গে স্পিনাররাও বাড়তি সুবিধা পাচ্ছে। ঘরের মাঠে স্পিন খেলে অভ্যস্ত হলেও দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেই স্পিনেই ধরাশয়ী হয়েছে বাংলাদেশ।


দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ১০ উইকেটে দশটিই নিয়েছেন দুই প্রোটিয়া স্পিনার। সাইমন হার্মার তিন উইকেট নিলেও কেশভ মহারাজের শিকার সাত উইকেট। অথচ তৃতীয় দিন থেকেই ডারবানে স্পিনাররা সুবিধা এটা আগে থেকেই জানতেন মুমিনুল হক। বোলাররা দুই ইনিংসে ভালো করলেও ব্যাটাররা কেবলই প্রথম ইনিংসে ভালো খেলেছেন বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।


promotional_ad

মুমিনুল বলেন, ‘আমরা স্পিনে অভ্যস্ত। আমরা জানতামও ডারবানে তৃতীয় ও চতুর্থ দিনে স্পিন ধরে উইকেটে। আমরা আসলে ব্যাট হাতে সময়টা নিজেদের করতে পারিনি। আমরা বেশ কিছু আলগা শট খেলেছি। প্রথম ইনিংসে আমরা ভালো করেছি। বোলাররা দুই ইনিংসেই ভালো করেছে।’


আরো পড়ুন

ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স

২৭ মিনিট আগে
গণমাধ্যমে কথা বলছেন ফিল সিমন্স, ক্রিকফ্রেঞ্জি

সর্বশেষ দুবছরে দারুণভাবে উন্নতি করেছে বাংলাদেশের পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় এবং দক্ষিণ আফ্রিকাতে ওয়ানডে সিরিজ জয়, দুটিতেই দারুণভাবে অবদান রেখেছেন তাসকিন আহমেদ-এবাদত হোসেন এবং শরিফুল ইসলামরা। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় ম্যাচে ফিরে আসার স্বপ্ন দেখছেন মুমিনুল।


বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘গত দুই সিরিজে আমাদের পেসাররা বেশ দারুণ করছে। নিউজিল্যান্ডের পর এখানে ওয়ানডে সিরিজে। দ্বিতীয় ইনিংসে ৫০-৬০ রান বেশি দিয়ে ফেলেছি আমরা। আমাদের আরও একটা ম্যাচ আছে, বেশ শক্তভাবে ফিরে আসতে হবে। আমরা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো। নতুন ছেলেদের জন্য দারুণ এক সুযোগ হতে পারে এটি।’


চতুর্থদিনের দ্বিতীয় সেশন পর্যন্ত দারুণভাবে লড়াই করলেও শেষ বিকেলে এসে খেই হারায় বাংলাদেশ। হার্মার এবং মহারাজের স্পিনে মাত্র ১১ রানে ৩ উইকেট হারায় মুমিনুল হকের দল। শেষ বিকেলেই সেই তিন উইকেট হারানোই বাংলাদেশের সর্বনাশ করেছে বলে মনে করেন তিনি। 


মুমিনুল বলেন, ‘আমরা বলের মেধা বিচার করে খেলতে চেয়েছি। আমাদের চাওয়া ছিল শেষ সেশন পর্যন্ত ব্যাট করা। দুর্ভাগ্যজনকভাবে গতকালই আমরা ৩ উইকেট হারিয়ে ফেলি, ওটাই মূলত সর্বনাশ করেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball