আপাতত লিডের চিন্তা নেই বাংলাদেশের, ব্যবধান কমানোই লক্ষ্য

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স
২৭ মিনিট আগে
ডারবানের কিংসমিডে শুক্রবার (১ এপ্রিল) চার উইকেটে ৯৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা থেকে সফরকারীরা এখনও ২৬৯ রানে পিছিয়ে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট থেকে বাড়তি সুবিধা পাচ্ছে স্পিনাররা। আপাতত লিডের চিন্তা রাখছে না বাংলাদেশ। তাদের লক্ষ্য ব্যবধান কমানো।
বাংলাদেশকে অবশ্য আশার আলো দেখাচ্ছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৪১ বলে ৪৪ রান করে উইকেটে রীতিমতো মাটি কামড়ে পড়ে আছেন তিনি। তৃতীয় দিনের শুরুতে তাকে সঙ্গ দেবেন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাসকিন আহমেদ।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, '(লিড) আসলে এখনও অনেক দূরের চিন্তা। আমরা চেষ্টা করব প্রথম সেশনটা খেলার জন্য। ব্যাটসম্যানদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ থাকবে কালকের দিনটা। আমাদের চার উইকেট পড়ে গেছে। বাকি যে ব্যাটসম্যানরা আছে, অবশ্যই তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এগোতে হবে।'
চার উইকেট নিয়ে বাংলাদেশকে একাই কাবু করে ফেলেছেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। ২০ ওভার করে সাতটি মেডেনসহ রান দিয়েছেন মাত্র ৪২। আরেক স্পিনার কেশভ মহারাজ উইকেট না পেলেও ১৯ ওভারে দিয়েছেন মাত্র ২৪ রান, মেডেন আদায় করেছেন ১০ ওভার!
স্পিনারদের এমন পারফরম্যান্সে কঠিন চ্যালেঞ্জ দেখছেন মিরাজ। যদিও প্রথম ইনিংসে রান যতটা বাড়ানো যায়, সেদিকে নজর রাখবেন বাংলাদেশের ক্রিকেটাররা- এমনটাই আশ্বস্ত করলেন তিনি।
মিরাজ আরও বলেন, 'এখনও খেলা অনেক বাকি। দুই দিন দেখেই ফল অনুমান করা সম্ভব না। আমি মনে করি, আমাদের এখনও অনেক সুযোগ আছে। জয় খুব ভালো খেলছে, এরপর লিটনদা (দাস) আছেন, (ইয়াসির আলি চৌধুরি) রাব্বি আছে, আমি আছি। আমরা চেষ্টা করব, ইনিংস যত দূর সম্ভব নিয়ে যাওয়া যায়।'
'উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছে। আমাদের চারটা উইকেট ওদের স্পিনাররাই পেয়েছে। বল টার্ন করছে মাঝে মধ্যে একটু নিচুও থাকছে, এটা সামলানো কঠিন। ব্যাটসম্যানরা যদি সামলাতে পারে…আমরা নিজেরা যদি মানসিকভাবে দৃঢ় হয়ে সামলাতে পারি তাহলে হয়তো ওদের কাছাকাছি যেতে পারব।'