মুমিনুলের কণ্ঠে নতুন শুরুর ডাক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স
২৮ মিনিট আগে
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারিয়েছিল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে মুমিনুল হকের দলের এই জয় নিঃসন্দেহে বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ডারবানে মাঠে নামার আগে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের আত্মবিশ্বাস হৃদয়ে ধারণ করলেও নতুনভাবে শুরুর আহ্বান দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
শুধু মাউন্ট মঙ্গানুই টেস্ট নয়, মুমিনুলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ও। ওয়ানডে সিরিজ খেলার পরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ শুরু হওয়ায় মনস্তাত্ত্বিক দিক দিয়ে খানিকটা সুবিধাও পাবে বাংলাদেশ, বিশ্বাস তার।

ডারবানে প্রথম টেস্ট শুরুর আগের দিন মুমিনুল বলেন, 'আপনি যখন একটু পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন। এরমধ্যে যখন আগের সিরিজ যেমন ওয়ানডে সিরিজ জিতে যাবেন তখন আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। যদিও লাল বল ও সাদা বলের মধ্যে পার্থক্য আছে। লাল বলে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে।'
'আমরা নিউজিল্যান্ডে কিভাবে খেলেছিলাম, ওই সময় প্রক্রিয়াগুলো ছিল সেগুলো আবার সামনে আনতে হবে। ওখানে যেই ভুল বা পিছিয়ে ছিলাম সেই জায়গাটায় কাজ করতে হবে। তো সবমিলিয়ে আত্মবিশ্বাস তো অবশ্যই আছে কিন্তু ওভারঅল নতুন করে শুরু করতে হবে।'
পেস বান্ধব উইকেটে অতীত ইতিহাস সমৃদ্ধ নয় বাংলাদেশের। বিদেশের মাটিতে এমন উইকেটে বেশীরভাগ সময়েই ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটাররা। যদিও টেস্ট সিরিজ শুরুর আগে এসব নিয়ে কিছুই ভাবছেন না মুমিনুল। দলের ব্যাটারদের ভালো ব্যাটিংয়ের বার্তা দিলেন তিনি।
মুমিনুল আরও বলেন, 'পেস বান্ধব উইকেট মানে এই না যে রান হবে না। পেস উইকেট মানে এই না যে গেলাম আর আউট হয়ে গেলাম। নিউজিল্যান্ড সিরিজে যদি দেখেন ওই খানেও রান হয়েছে, কিন্তু পেস বোলাররা সুবিধা বেশি পায় বা উইকেট বেশি পাবে। তো আমার ধারনা যে পেস বোলাররা উইকেট বেশি পাবে।'