বল হাতেও অবদান রাখতে চান শান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘কারো জন্যেই দরজা বন্ধ নেই’, শান্ত-নাইম প্রসঙ্গে লিপু
২৩ আগস্ট ২৫
বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই অফ স্পিন করেন নাজমুল হোসেন শান্ত। যদিও ম্যাচে কখনো সেভাবে বোলিং করতে দেখা যায় না তাকে। এমনকি তার হাতে বল তুলে দেয়ার প্রয়োজনও অনুভব করেন না কোনো অধিনায়ক। এবার ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখতে চান শান্ত।
সোমবার রাতে (২৮ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিওতে দেখা যায়, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে বোলিং অনুশীলন করছেন শান্ত। পরে জানা গেল, বেশ কয়েকমাস ধরেই বোলিং অনুশীলন করছেন তিনি।

তিনি বলেন, 'বোলিংয়ে যে আগে খুব সিরিয়াস ছিলাম, তা না। শেষ ছয়-সাত মাস ধরে বোলিং নিয়ে কাজ করছি রঙ্গনা হেরাথের সঙ্গে। সঙ্গে অধিনায়ক (মুমিনুল হক) সহায়তা করছেন। সবার যেটা চাওয়া, টেস্টে আমরা যদি ৫-১০ ওভার করে বোলিং করতে পারি তাহলে দলের জন্য খুব ভালো হয়।
ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স
২৭ মিনিট আগে
'সেই চিন্তা-ভাবনা নিয়ে এগোচ্ছি এবং আমি এখন প্রতিদিন অনুশীলনে বোলিং করছি। বোলিং নিয়ে খুব গুরুত্বের সঙ্গে কাজ করছি, যদি অবদান রাখতে পারি দলের জন্য ভালো হবে।'
টেস্টে এখন পর্যন্ত তিন ইনিংসে বোলিং করেছেন শান্ত। একটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টিতে এক ওভার করে বোলিং করেছিলেন তিনি। অনুমেয়ভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে কোনো উইকেট নেই তার।
তবে বোলিং নয়, শান্ত তার মূল পরিচয় ধরে রাখতে চান ব্যাটিংয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে একাদশে সুযোগ না পাওয়ায় টেস্ট ম্যাচকে ঘিরে বাড়তি পরিকল্পনা করেছিলেন আগেই।
শান্ত বলেন, 'সফর ভালোই যাচ্ছে। ওয়ানডে যদিও খেলতে পারিনি, ওখানেও আমার ব্যাটিং নিয়ে কাজ করেছি। সঙ্গে এখানে টেস্টের আগে ছয়-সাত দিনের মতো একটা সময় পেয়েছি প্রস্তুতির। আমাদের হাতে আরও দুই দিন সময় আছে। আশা করি, আমরা আরও ভালোভাবে প্রস্তুত হতে পারব।'