সবাই বাংলাদেশের স্পিন নিয়ে ভাবে কিন্তু পেসাররাও দুর্দান্ত: তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২ দিন পিছিয়ে গেল বিসিবি নির্বাচন
২১ সেপ্টেম্বর ২৫
একটা সময় ছিল দেশে কিংবা দেশের বাইরে, বাংলাদেশের তুুরুপের তাস কেবলই স্পিনাররা। ২০১৫ বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ সিরিজ জয়ের নায়ক ছিলেন ব্যাটাররা কিংবা স্পিনাররা। যে কারণে বাংলাদেশের সঙ্গে কোনো দল খেলার সময় কখনও মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক কিংবা সাকিব আল হাসানের স্পিন নিয়ে দুঃচিন্তা করতো।
স্পিনারদের রাজত্বের সময়টায় ভারসাম্যপূর্ণ একটি পেস বোলিং ইউনিটের জন্য আক্ষেপ, হতাশা কিংবা হাহাকারের ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে বাংলাদেশের পেস ইউনিটের চিত্র। মাশরাফি বিন মুর্তজার পর বাংলাদেশের পেস ইউনিটের হাল ধরেন মুস্তাফিজুর রহমান।

পরবর্তী সময়ে বাংলাদেশের পেস ইউনিটের কার্যকরী সদস্য হয়ে উঠেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। পাইপলাইনে রয়েছেন এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং মেহেদি হাসান রানাদের মতো পেসাররা।
ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স
২৫ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও ছিল বাংলাদেশের পেসারদের দাপট। বিশেষ করে সিরিজ নির্ধারণী ম্যাচে পাঁচ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিয়েছেন তাসকিন। সিরিজ জয়ের পর তামিম ইকবাল জানিয়েছেন, সবাই বাংলাদেশের স্পিন নিয়ে ভাবলেও পেসাররা বর্তমানে দুর্দান্ত বোলিং করছেন।
ম্যাচ শেষে পেসারদের প্রশংসা করে তামিম বলেন, ‘আমি খুবই গর্বিত। বিশেষ করে বাংলাদেশের পেসার হিসেবে পাঁচ উইকেট পাওয়া, ম্যান অব দ্য সিরিজ হওয়া, সিরিজ জেতানো এবং সিরিজ সেরা হওয়া। আমি কিছু বলতে পারছি না। প্রত্যেকে বাংলাদেশের স্পিন নিয়ে ভাবে কিন্তু পেস বোলিং বিভাগও দুর্দান্ত।’