আমার মনে হয় আমি বাংলাদেশকে সহায়তা করতে পারবো: ডোনাল্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খেলোয়াড়ি জীবনে বল হাতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের ত্রাস ছিলেন অ্যালেন ডোনাল্ড। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যের পাশাপাশি কোচিং ক্যারিয়ারে মনোযোগ দেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার। প্রায় ১৫ বছরের কোচিং ক্যারিয়ারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো দলের সঙ্গে কাজ করেছেন তিনি।
বোলিং কোচ হিসেবে এবার ডোনান্ডের ঠিকানা বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ দিয়ে টাইগারদের সঙ্গে কাজ শুরু করেছেন সাবেক এই প্রোটিয়া পেসার। হঠাৎ কেন বাংলাদেশের পেস ইউনিটের দায়িত্ব নিলেন, এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড জানিয়েছেন, তিনি মনে করেন মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের সহায়তা করতে পারবেন।

ডোনাল্ড বলেন, ‘অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছে যে আমি কেন বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছি। আমি আন্তর্জাতিক ক্রিকেট ভালোবাসি এবং আন্তর্জাতিক পর্যায় ভালোবাসি। আমার মনে হয় আমি বাংলাদেশকে সহায়তা করতে পারবো। কারণে তাদের সত্যিকারের সক্ষমতা রয়েছে। যে কারণে সিদ্ধান্ত নেয়াটা সহজ হয়েছে।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ছাড়াও দক্ষিণ আফ্রিকার হয়ে কাজ করেছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে চার বছরের কাজের সময়ে রাসেল ডমিঙ্গোকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন তিনি। যিনি বর্তমানে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে রয়েছেন।
এদিকে কদিন আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাফল্যে পেয়েছে প্রোটিয়ারা। টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল লোকেশ রাহুলের দল। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষেও সাফল্য পেয়েছে প্রোটিয়ারা। যে কারণে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে বলে মনে করেন বাংলাদেশের বোলিং কোচ।
ডোনাল্ড বলেন, ‘আমি রাসেল ডমিঙ্গোর সঙ্গে কাজ করবো। যাকে আমি কাজ করার মাধ্যমে খুব ভালোভাবে চিনি। প্রোটিয়াদের হয়ে তার সঙ্গে চার বছর কাজ করেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ তারা সম্প্রতি ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য পেয়েছে।’