শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজ নয়, সাকিবের সব ভাবনা জানতে বসবে বোর্ড

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই জাদেজার চেয়ে সাকিব এগিয়ে: মঈন
২০ সেপ্টেম্বর ২৫
লাল বলে সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না তা নিয়ে যেন দ্বিধাদ্বন্দ্ব কাটছেই না। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এই ইস্যুতে বাংলাদেশের এই অলরাউন্ডারের সঙ্গে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন, এই আলোচনায় থাকবেন বোর্ড সভাপতিও। যা হতে পারে সরাসরি বা ভার্চুয়ালি।
আসন্ন আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার আগেই সাকিব বোর্ডকে চিঠি দিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট খেলবেন না। তবে তার আইপিএলে দল না পাওয়াতেই বিষয়টি আরও জটিল আকার ধারণ করে।

যেহেতু সাকিবকে আইপিএলে কেউ কিনেনি তাই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের সময়টায় তিনি থাকছেন ফাঁকাই। কিন্তু এখনো পর্যন্ত নিজের খেলা নিয়ে কিছুই পরিষ্কার করেননি। আর টেস্ট সিরিজের আগে সাকিবকে নিয়ে জটিলতা তৈরি হওয়া নতুন কিছু নয়।
ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স
২৮ মিনিট আগে
আজ (২৭ জানুয়ারী) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেসবক্সে সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, 'শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজ না, সবমিলিয়ে। সাধারণত আমরা তার কাছে এক বছরের পরিকল্পনা চাইবো।'
'আপনারা নিউজ করেছেন যে টেস্ট ম্যাচ সে খেলতে চাচ্ছে না। আবার আমরা জানি টেস্ট ম্যাচ সে খেলতে চায়। সে কতগুলো টেস্ট ম্যাচ খেলবে, প্ল্যান টা কি সেটা আমরা জানতে চাচ্ছি। সেটা পরিস্কার করুক আমাদের কাছে, ওয়ানডে সিরিজের পর আমরা জানতে পারব।'
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষেই ঢাকায় ফিরে বোর্ডের সাথে আলোচনায় বসবেন সাকিব। ঢাকায় ফিরে টি-টোয়েন্টি সিরিজের আগেই তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসতে পারে।
জালাল ইউনুস বলেন, 'এখন আপিএলে যেহেতু যাচ্ছে না সে, চিত্র বদলেছে। সে বলেছে কালকে বা এই সিরিজ শেষে (ওয়ানডে সিরিজ শেষ হবার পরে) সভাপতি (নাজমুল হাসান পাপন) সাহেবের সঙ্গে বসবে, বসে সে তার পরিকল্পনা জানাবে।'