promotional_ad

ইংলিশদের ভারত সফরের অনুপ্রেরণা লঙ্কা জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইব্রাহীমের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩২৬ রানের লক্ষ্য দিল আফগানরা

৩ ঘন্টা আগে
সেঞ্চুরির পর ইব্রাহীম জাদরান, আইসিসি

সম্প্রতি শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। সেখানে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দলটির অধিনায়ক জো রুট। আগামী মাসের শুরুতেই ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজের লড়তে হবে রুট বাহিনীকে। সেখানে গিয়ে শ্রীলঙ্কায় করা ফলাফল ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস ইংলিশ অধিনায়কের।


সর্বশেষ ২০১২ সালে গ্রায়েম সোয়ান ও মন্টি পানেসারের স্পিন ভেলকিতে ইংলিশরা ২-১ ব্যবধানে জয় পেয়েছিলো ভারতের মাটিতে। যদিও লঙ্কা দ্বীপে দুই স্পিনার ডম বেস ও জ্যাক লিচের পারফরম্যান্স আবারো আশাবাদী করছে ইংলিশ টিম ম্যানেজমেন্টকে।



promotional_ad

ভারতের সঙ্গে শ্রীলঙ্কার শক্তিমত্তায় আকাশ পাতাল তফাৎ রয়েছে। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা দলটিই হলো ভারত। কিন্তু ভিন্ন পরিবেশে আরো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে একই মনোভাব ও শক্তিমত্তাকে কাজে লাগেতে হবে। কিন্তু সেখানে যাওয়ার আগে পাওয়া জয়ের কারণে মানসিকভাবে চাঙ্গা থাকবেন বলেই মনে করেন রুট।


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

এ প্রসঙ্গে রুট বলেন, 'জয়কে আমাদের জংশন ও শুরুর অবস্থান হিসেবে দেখতে হবে। আমরা যা অর্জন করেছি সেটাতে খুব খুশি নই। নিজের মাটিতে ভারত বিশ্বের অন্যতম সেরা দল। শুরু থেকেই আমাদের সেরাটা খেলতে হবে। এটি অবশ্যই বলতে হবে তাদের মাটিতে গিয়ে চ্যালেঞ্জ (শ্রীলঙ্কায় জয় পাওয়ায়) জানানোর মত সেরা অবস্থানে রয়েছি।'


'ভারতে আমাদের ভিন্ন চ্যালেঞ্জ, আলদা উইকেট ও পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমাদের সফলতা নির্ভর করবে একই (শ্রীলঙ্কা) মানসিকতা ও জয়ের ক্ষুধা নিয়ে তা মোকাবিলা করতে পারবো কিনা তার উপরে,'তিনি যোগ করেন।



ভারতে গিয়ে ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ইংল্যান্ড দলকে। প্রথম ম্যাচের আগে প্রস্তুতির জন্য মাত্র ৩ দিন সময় পাবেন তাঁরা। এ বিষয়ে রুট বলেন,'আমাদের সাত বা আটদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। যদিও শেষ সিরিজের জয় আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করবে পরবর্তী দুই ম্যাচের জন্য।


সফরে প্রথম দুই টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। যার প্রথমটি ৫ ও দ্বিতীয়টি ১৩ ফেব্রুয়রি শুরু হবে। বাকি দুই টেস্টের ভেন্যু আহমেদাবাদের মোতারা স্টেডিয়াম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball