promotional_ad

ডমিঙ্গোর চোখ বিশ্বকাপে

বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

১৪ মিনিট আগে
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

আগামী বিশ্বকাপ ২০২৩ সালে, ভারতের মাটিতে। নিশ্চিতভাবে উপমহাদেশের কন্ডিশন বাংলাদেশের জন্য সহায়ক হবে। তিন বছর পরের সেই টুর্নামেন্টের প্রস্তুতি ও পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তরুণ্য নির্ভর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই সিরিজ থেকেই ব্যাটিং পরিকল্পনা ঢেলে সাজাচ্ছেন দলের কোচ রাসেল ডমিঙ্গো।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই বাংলাদেশের ওয়ানডে সুপার লিগ যাত্রা শুরু হচ্ছে। বিশ্বকাপ আয়োজক হিসেবে ভারত ছাড়া বাকি সাত দলই নির্বাচন হবে এই লিগ থেকে। আর বাকি দুই দল নির্বাচিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে। তাই সেরা সাতে থাকতে শুরু থেকেই আঁটঘাট বেঁধেই শিষ্যদের প্রস্তুত করার পরিকল্পনা ডমিঙ্গোর।


পরের সিরিজ থেকে সাকিব আল হাসান মুশফিকুর রহিমদের ব্যাটিং অর্ডার নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। যা চলবে বিশ্বকাপের আগের ছয় থেকে আঁট মাস পর্যন্ত। এই সময়ের মধ্যেই বিশ্বকাপের জন্য প্রত্যেককে নিজস্ব অবস্থানের জন্য প্রস্তুত করে তোলার পরিকল্পনা কোচের।



promotional_ad

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, 'বিশ্বকাপের এখনো ৩ বছর রয়েছে। কিন্তু আমরা জানি সময় কতটা দ্রুত কেটে যায়। এটি (উইন্ডিজ সিরিজ) আমাদের বিশ্বকাপের আগে প্রথম পদক্ষেপ। ব্যাটিং অর্ডারে এক কিংবা দুইটি পরিবর্তন আসতে পারে। এমনকি কিছু খেলোয়াড়কে এমন অবস্থানে চেষ্টা করবো যেখানে তারা আগে খেলেনি। বিশ্বকাপের ছয় থেকে আঁট মাস আগেই ব্যাটিং অর্ডারকে স্থির এবং প্রতিষ্ঠিত করে তুলবো। কারণ বিশ্বকাপে তাদেরকে সেই অবস্থানেই খেলতে হবে।'


আরো পড়ুন

বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান

১১ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জোমেল ওয়ারিক্যান, পিসিবি

পরের সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য দলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে কোচের আতশী কাচের নিচে যেতে হবে টাইগারদের। ধারাবাহিকভাবে ভালো খেললে এরপরেই মিলবে নিজের পছন্দের পজিশনে খেলার সুযোগ। তাই বিশ্বকাপ দলে জায়গা পেতে সামনে সিরিজ থেকেই ভালো খেলতে হবে লিটন-সৌম্যদের।


ডমিঙ্গো আরও বলেন, 'সুতরাং এখন আমাদের সেরা ব্যাটিং লাইন-আপ খোঁজার চেষ্টা চালাতে হবে। বিশ্বকাপ শুরুর ছয় থেকে আট মাস আগের সিরিজ ও টুর্নামেন্টগুলোতে যারা ভালো খেলবে তাদেরকেই স্থির করা হবে। টুর্নামেন্টের আগে তারা ২০টির মত ম্যাচে একসঙ্গে নিজেদের বিশ্বকাপের ভূমিকায় খেলার সুযোগ পাবে।'


'সেই সময়ে দলে কাটাছেঁড়া এবং পরিবর্তন আসবে না। ভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বিকল্পের দিকে তাকানো হবে। এরপরে বিশ্বকাপে যাওয়ার জন্য আগের বছরেই সব স্থির করা হবে,' তিনি যোগ করেন।



চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ২০ জানুয়ারি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে মিরপুরে ২২ ও চট্টগ্রামে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball