promotional_ad

তীরে এসে তরী ডোবার কারণ জানালেন টেলর

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট বিশ্বে সত্যিকারের এক অভাগা রাজপুত্র যেন ব্রেন্ডন টেলর। জিম্বাবুয়ের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছেন, কিন্তু ক্রিকেট বিধাতা যেন প্রতিবারই মুখ ফিরিয়ে থেকেছেন তাঁর প্রতি। 


জিম্বায়ুয়েতে জন্ম বলেই হয়তো সেভাবে মূল্যায়ন করা হয় না টেলরকে। তবে সত্যিকারের ক্রিকেটবোদ্ধারা একবাক্যে তাঁকে সেরাদের কাতারেই রাখবেন নিঃসন্দেহে। এই যেমন শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১১৭ বলে ১১২ রানের অসাধারণ ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি না টেলর।



promotional_ad

একদম তীরে এসে যেন তরী ডুবে গেল জিম্বাবুয়ের। এদিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৮২ রান। জবাবে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজের দুর্দান্ত বোলিংয়ে খেই হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।


শাহিন শাহ আফ্রিদির ৫ উইকেট ও ওয়াহাব রিয়াজের ৪ উইকেটের সুবাদে ইনিংসের ৪৯তম ওভারে মাত্র ২৫৫ রানে থমকে যায় সফরকারীরা। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৬ রানের জয় পায় পাকিস্তান। 


ম্যাচ শেষে পরাজয়ের কারণ হিসেবে পাকিস্তানের পেস আক্রমণকেই দায়ী করেছেন টেলর। ম্যাচ জিততে হলে ডেথ ওভারে পাকিস্তানের পেস বোলারদের বিপক্ষে ভালো করতে হতো বলেও মনে করেন তিনি।



টেলর বলেন, 'বল নতুন থাকায় তখন উইকেটে বেশ গতি ছিল। আমরা তাদের চারজন ভালো পেস বোলারের কাছেই হেরে গিয়েছি। আপনাকে খেলায় জিততে হলে তাদের বিপক্ষে ভালো করতে হত। দুর্ভাগ্যবশত আমাদের কিছু কমতি ছিল। আমি কিছু জুটি গড়ে দীর্ঘ সময় ব্যাট করতে চেয়েছিলাম। কিন্তু শেষের ওভারগুলোয় তাদের দক্ষতা জয়টাকে কঠিন করে তুলেছে।' 


ম্যাচে শাহিন শাহ আফ্রিদি পাঁচ উইকেট পেলেও সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন টেলর। তবে জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যানের মতে পাকিস্তানের এই তরুণই ছিলেন ম্যাচ সেরার খেতাব পাওয়ার যোগ্য। তাঁর ভাষ্যমতে, 'আমি ম্যাচ সেরা হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। যদিও শাহিন এটি পাওয়ার যোগ্য ছিল। আমরা জয়ের জন্য চেষ্টা করছিলাম কিন্তু তারা শেষে খুবই ভালো করেছে।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball