ছক্কা মেরে নিজের গাড়ির কাঁচ ভাঙলেন কেভিন ও'ব্রায়েন!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বরাবরই হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে সুখ্যাতি আছে কেভিন ও'ব্রায়েনের। নিজের ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্যবার বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে ছক্কা মেরে নিজের গাড়ির কাঁচ ভাঙার নজীর এর আগে কখনো রাখেননি আয়ারল্যান্ডের ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।


এবার সেই কাজটিই করে দেখিয়েছেন কেভিন। আয়ারল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্টার প্রভিন্সিয়াল ট্রফিতে লেইনস্টার লাইটনিংয়ের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে সেই ম্যাচে মাঠের পাশেই গাড়ি পার্ক করে খেলতে নেমেছিলেন কেভিন। এরপর ওপেনিংয়ে নেমে ৩৭ বলে ৮২ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।


promotional_ad

এই ইনিংস খেলার পথেই বিশাল একটি ছক্কা হাঁকিয়ে বল মাঠ ছাড়া করেন কেভিন। আর সেই ছক্কাটি উড়ে এসে রাস্তার পাশে থাকা নিজের গাড়ির কাঁচে আছড়ে পরে। ফলে গাড়ির পেছনের কাঁচ গুড়ো হয়ে যায়।


কেভিনের এই অনবদ্য কীর্তির পর ক্রিকেট আয়ারল্যান্ড তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে লিখেছে, 'কেভিন ও' ব্রায়েন ছক্কা মেরেছেন এবং তাঁর গাড়ির জানালার এই দশা। সিরিয়াসলি।' 


বিধ্বংসী এই ইনিংস খেলার মাধ্যমে লেইনস্টার লাইটনিংকে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেটে ১২৪ রান এনে দেন কেভিন। জবাবে খেলতে নেমে ৮ উইকেটে ১০৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় প্রতিপক্ষ দল নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স। ফলে ২৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কেভিনদের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball