১৩৯ দিন পর ফিরছে ওয়ানডে ক্রিকেট

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের মধ্য দিয়ে করোনাভাইরাসের লম্বা ছুটি কাটিয়ে চলতি মাসের শুরুতে ক্রিকেট ফিরেছে মাঠে। লঙ্গার ভার্শনের ক্রিকেট ফিরলেও অপেক্ষা ছিল সীমিত ওভারের ম্যাচের। অবশেষে অবসান ঘটতে যাচ্ছে সেই অপেক্ষার। বৃহস্পতিবার (৩০ জুলাই) মাঠে গড়াচ্ছে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার আইসিসি সুপার লিগের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
করোনার ১১৭ দিনের বিরতি দিয়ে ইংল্যান্ডেই ফিরেছিল প্রথম ক্রিকেট। আর আজ সেই ইংল্যান্ডেই ১৩৯ দিনের বিরতির পর ফিরছে ওয়ানডে ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বেধে দেয়া গাইডলাইন অনুসরণ করেই অনুষ্ঠিত হবে ম্যাচটি। এইজেস বোলের দর্শকশূণ্য স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি।
দুই দলের সর্বশেষ পাঁচ ওয়ানডের ভেতর ৪টিতেই শেষ হাসি হেসেছিল ইংল্যান্ড, হেরেছিল একটি ম্যাচে। অপরদিকে আইরিশদের ৩টি হারের সঙ্গে সঙ্গি হিসেবে রয়েছে ২টি জয়। আর নিজেদের ভেতর এখন পর্যন্ত খেলা সর্বমোট ৮ ম্যাচে ৭টিতেই ইংল্যান্ড জয় পেলেও এখন পর্যন্ত একটি জয়েরও দেখা পায়নি আয়ারল্যান্ড।

আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জো রুট এবং জোফরা আর্চারদের। অধিনায়ক ইয়ন মরগানদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মঈন আলী।
ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে ৯০ রান করতে পারলে ৭ম আইরিশ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলকে পৌছাবেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালব্রিনি।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জেমস ভিঞ্চ, ইয়ন মরগান, জো ডেনলি, টম ব্যান্টন, মঈন আলী, ডেভিড উইলি, টম কুরান, আদিল রাশিদ, সাকিব মাহমুদ।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ: পল স্টারলিং, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি বালব্রিনি, হ্যারি টেকটর/উইলিয়াম পোটারফিল্ড, কেভিন ও ব্রেইন, লরকান টাকার, সিমি সিং, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যকার্থি, জশ লিটল/বয়ড র্যাঙ্কিন।
উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপের আগে নতুন লিগ চালু করেছে। যার পর্দা উঠছে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ দিয়েই। বিশ্বকাপ সুপার লিগে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ ১২ দলের সঙ্গে ২০১৫-১৭ মৌসুমে সুপার লিগের চ্যাম্পিয়ন দল নেদারল্যান্ডস খেলবে। লিগের প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে ৪টি করে মোট ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।