ডি ভিলিয়ার্সের অধিনায়ক ধোনি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৮ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিল) খেলে আসছেন এবি ডি ভিলিয়ার্স। দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে বিশ্বের অনেক তারকা ক্রিকেটারের সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের।
তাঁদের মধ্য থেকেই এবার আইপিএলের সেরা একাদশ বাছাই করেছেন ডি ভিলিয়ার্স। এই দলের অধিনায়ক হিসেবে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মহেন্দ্র সিং ধোনিকে পছন্দ তাঁর।

দুই ওপেনার হিসেবে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা বীরেন্দ্র শেহবাগ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাকে নির্বাচক করেছেন ডি ভিলিয়ার্স। তিন নম্বরে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) বাছাই করেছেন তিনি।
চার এবং পাঁচ নম্বরে দুই বিদেশি ক্রিকেটার হিসেবে নিজেকে এবং ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে রেখেছেন ডি ভিলিয়ার্স। এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজাকে (চেন্নাই) রেখেছেন তিনি দলে।
স্পেশালিষ্ট স্পিনারদের মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খানকে পছন্দ ডি ভিলিয়ার্সের। অপরদিকে তিন পেসার হিসেবে ভুবনেশ্বর কুমার (হায়দরাবাদ), স্বদেশী কাগিসো রাবাদা (দিল্লি ক্যাপিটালস) এবং জাসপ্রিত বুমরাহকে (মুম্বাই) বাছাই করেছেন তারকা এই ব্যাটসম্যান।
ডি ভিলিয়ার্সের সেরা আইপিএল একাদশঃ
বীরেন্দ্র শেহবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, বেন স্টোকস, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা, জাসপ্রিত বুমরাহ।