গিবসনের কাছে আউটসুইং শিখছেন তাসকিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পেস বোলিং কোচ ওটিস গিবসনের কাছ থেকে আউটসুইং রপ্ত করছেন তাসকিন আহমেদ। ফাস্ট বোলার হিসেবে মূল নজর গতির ওপর থাকলেও টেস্ট দলে নিয়মিত হওয়ার জন্য আউটসুইংয়েও নজর রাখছেন ডানহাতি এই পেসার।
সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে তাসকিন বলেন, 'টেস্ট ক্রিকেটে আউটসুইং অনেক গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি সেটা। ওটিস গিবসনের সঙ্গে কাজ করছি। শেষ সিরিজে এটা নিয়ে কাজও করেছি। হাতের কব্জির অবস্থান ঠিক করেছি।'

প্রায়ই ইনজুরিতে পড়েন তাসকিন। যার কারণে বোলিংয়ে গতি কমে এসেছে তাঁর। ফিটনেস যথোপযোগী করে প্রথমে আগের মতো গতি আনতে চান তাসকিন। এরপর তাঁর নজর থাকবে অ্যাকুরেসিতে।
তাসকিন আরও বলেন, 'আমি যেহেতু প্রধানত ফাস্ট বোলার, আমি চেষ্টা করব আমার গতি, অ্যাকুরেসি এগুলো নিয়ে ভালোমতো কাজ করার। আর মাঠে যেন এগুলো ভালোমতো প্রয়োগ করতে পারি। আমার ইনজুরির কারণে দেখা গেছে আমার পেস ১০ কিমির মতো কমে গিয়েছিল।
আমি ফিটনেস ঠিক করার সাথে সাথে আমার পেস ঠিক করারও চেষ্টা চালিয়েছি। আমি আসলে প্রধানত সিম বোলার, সুইং বোলার না। অনেকেই মনে করে যে বল করলেই সুইং হয়। এটা আসলে ভুল ধারণা। আমাকে দলে নেয়া হয় বলের সিম কাজে লাগানোর জন্য।'
তবে আউটসুইং বা গতিতে নজর দেয়ার আগে মানসিকভাবে আরও পাকাপোক্ত হতে চান ২৫ বছর বয়সী তাসকিন। মাঠে সময়মত প্রয়োগ করতে চান নিজের বোলিংয়ের সব মন্ত্র।
'আউটসুইং বা ইনসুইং বড় কথা না, বড় কথা হচ্ছে সঠিক সময়ে প্রয়োগ করা। আমার যে শক্তির জায়গা সেগুলোর আরও উন্নতি করার চেষ্টা করছি।'