promotional_ad

মানুষ অনুরোধ করে আমাকে রান করাতে পারবে না: তামিম

ফাইল ফটো
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চাচা আকরাম খান লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা হওয়ায় নানান সময়ে বিভিন্ন কথা শুনতে হয় তামিম ইকবালকে। চাচার ক্ষমতাবলে খারাপ পারফরম্যান্স করার পরেও জাতীয় দলে খেলছেন, এমনটাও শুনতে হয়েছে বাংলাদেশের নব্য ওয়ানডে অধিনায়ককে। যদিও এসব সমালোচনায় একটুও বিচলিত নন তামিম। 


আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজারের বেশি রান করা এই ক্রিকেটার মনে করেন, নিজস্ব মেধা, প্রজ্ঞা ও ধৈর্যশক্তির কারণে লম্বা সময় ধরে একটানা জাতীয় দলে খেলছেন তিনি।



promotional_ad

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে কথা প্রসঙ্গে তামিম বলেন, 'ধরলাম আমাকে ব্যাক করার মানুষ আছে। এই জায়গাটা আমার অনেক শক্ত। ধরলাম মানুষ আমার জন্য অনুরোধ করে বলে আমি জাতীয় দলে খেলি। কিন্তু মানুষ অনুরোধ করে তো আমাকে রান করাতে পারবে না।


আমি যে ১৩ হাজার রান করলাম...আমি নিশ্চিত ডেল স্টেইনকে গিয়ে তো কেউ বলতে পারবে না, যে অমুক পরিবার থেকে আসছে ওকে একটু আস্তে বল করেন। রান করতে হয় কিন্তু আমারই।'


অন্যান্য ক্রিকেটারের চাইতে কষ্ট কম করে জাতীয় দলে আসেননি তামিম, এমনটাও পরিষ্কার করেছেন এই লাইভ অনুষ্ঠানে। চাচা আকরাম খান বা বড় ভাই নাফিস ইকবাল জাতীয় দলে খেলাতে তাঁরও দলে জায়গা পেতে সুবিধা হয়েছে, সমালোচকদের এমন ধারণাকে পুরোপুরি ভুল বললেন তিনি।



তামিম আরও বলেন, 'আমার পরিবার আর্থিকভাবে সবসময় সচ্ছল ছিল। যখন আমি অনূর্ধ্ব ১৩ বা অনূর্ধ্ব ১৫ দলে ছিলাম, তখন বাসায় আমার একটা নিজস্ব রুম ছিল, নিজস্ব বাথরুম ছিল, রুমে এসি ছিল। তো আমি কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠেছি। কিন্তু যখন আমি ক্যাম্পে যাই, তখন আমাকে একই রুম পাঁচ জনের সাথে ভাগাভাগি করতে হয়েছে। কঠোর পরিশ্রমটা তো মনে হয় আমিই বেশি করেছি।


আমি এটাতে অভ্যস্ত ছিলাম না। অনেকেই আমাদের দলে আছে যারা বাসে করে আসতো, ব্যাট কেনার টাকা ছিল না- ওদের অনেক গল্প আছে। এদের আমি অনেক সম্মান করি, কেননা এরা অনেক কষ্ট করে আজকের পর্যায়ে আসছে। আমার পরিবার আথিকভাবে একটু সফল ছিল, এর মানে কিন্তু এই না যে আমার কষ্ট করতে হয়নি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball