promotional_ad

ব্যক্তিগত সঞ্চয় ভেঙে দরিদ্র মানুষের পাশে তামিম

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। দায়িত্বের তাড়না থেকেই প্রতিনিয়ত সহায়তা দিয়ে আসছেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান। 


এক্ষেত্রে অবশ্য অন্য কোনো সংগঠন কিংবা ব্যক্তির সাহায্য নিচ্ছেন না তামিম। বরং নিজের ব্যক্তিগত সঞ্চয় নিয়েই সঙ্কট মোকাবেলায় এগিয়ে এসেছেন তিনি। শনিবার (৬ মে) ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভে এসে নিজেই এমনটা জানিয়েছেন টাইগার ওপেনার।  



promotional_ad

অনুষ্ঠান সঞ্চালক কাজী সাবিরের সঙ্গে আলাপকালে তামিম বলেন, 'আমি আসলে যেটা দিচ্ছি কিংবা দিয়েছি সবই আমার সঞ্চয় থেকে। আমি কারো কাছে টাকা নেইনি কিংবা চাইনি। তবে যারা নিয়ে করছে তারাও অসম্ভব ভালো কাজ করছে আমার মনে হয়।'


শুধু তাই নয়, যতদিন সামর্থ্য থাকবে ততদিন দেশের গরীব মানুষদের পাশে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন তামিম। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমার চিন্তাটা হলো যতদিন আমি নিজে থেকে দিতে পারবো ততদিন আমি দিতে থাকি। যখন আমি পারবো না তখন অন্যদের সাহায্য নেয়ার চেষ্টা করবো। আর এটা খুবই সাধারণ একটা ব্যাপার যে যতদিন পারবো ততদিন দিব, যখন পারবো না তখন তো কিছু করার থাকবে না।'


মহানুভবতার অনন্য নজীর বারংবার দিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। দরিদ্র অ্যাথলেট এবং কোচদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। মানুষের পাশে দাঁড়ানোর এই শিক্ষা মূলত নিজের বাবা ইকবাল খানের কাছ থেকেই পেয়েছেন তিনি। ক্রিকফ্রেঞ্জির লাইভে সেই কথাও জানিয়েছেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball