promotional_ad

বাশারের দলের অধিনায়ক বুলবুল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট একাদশ নির্বাচন করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে এই একাদশ বাছাই করেন তিনি।  


মূলত পুরনো এবং বর্তমান ক্রিকেটারদের নিয়েই এই একাদশটি সাজিয়েছেন বাশার। যেখানে ওপেনার হিসেবে তামিম ইকবালের সঙ্গে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমকে রেখেছেন তিনি। এরপর তিন নম্বরে তাঁর পছন্দ ১৫টি টেস্ট খেলা ডানহাতি ব্যাটসম্যান আল শাহরিয়ার রোকনকে।  



promotional_ad

চার নম্বর পজিশনটি হালের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জন্য বরাদ্দ করেছেন বাশার। বর্তমান ক্রিকেটারদের মধ্যে এরপর সাকিব আল হাসানকে জায়গা দিয়েছেন তিনি। তবে মজার ব্যাপার হলো এই একাদশে নিজেকেই রাখেননি মিস্টার ফিফটি খ্যাত বাশার। 


দলটির অধিনায়ক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে পছন্দ বাশারের। এছাড়া লোয়ার মিডল অর্ডারে একসময়কার হার্ডহিটার ব্যাটসম্যান আফতাব আহমেদকে বাছাই করেছেন তিনি। একমাত্র স্পিনার হিসেবে দেশের অন্যতম সেরা মোহাম্মদ রফিক রয়েছেন একাদশে। আর তিন পেসারদের মধ্যে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তাপস বৈশ্য এবং শাহাদাত হোসেনকে বাছাই করেছেন বাশার। 


বাশারের দেশ সেরা টেস্ট একাদশ: তামিম ইকবাল, জাভেদ ওমর, আল শাহরিয়ার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আমিনুল ইসলাম বুলবুল (অধিনায়ক), আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, তাপস বৈশ্য, শাহাদাত হোসেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball