promotional_ad

সংস্পর্শবিহীন অনুশীলনের ব্যবস্থা করছে বিসিবি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের এই দুর্যোগপূর্ণ সময়ে খেলোয়াড়দের অনুশীলনের জন্য একটি দিক নির্দেশনা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার সেই নির্দেশনা মোতাবেক পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  


এরই মধ্যে অনুশীলনের পরিকল্পনা সাজাতে মেডিকেল টিমকে নির্দেশনাও দিয়েছে বোর্ড। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী একটি ইংরেজি দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাপত্তার স্বার্থে সংস্পর্শবিহীন অনুশীলনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।



promotional_ad

দেবাশিষ বলেন, 'অনুশীলনের জন্য ভিন্ন ভিন্ন মডিউল রয়েছে। শ্রীলঙ্কা শুধু বোলারদের জন্য পুরো আবাসিক অনুশীলনের ব্যবস্থা করেছে। যেখানে ইংল্যান্ড ভিন্ন পন্থা ব্যবহার করছে। যদি একজন খেলোয়াড় একা অনুশীলন করতে চায়, তাহলে তাঁকে একটা নিদিষ্ট সময় দেয়া হবে মাঠে আসার জন্য কিংবা তাঁকে ইনডোর ব্যবহারের সুযোগ দেয়া হবে। এরপরের স্লটে অন্য কেউ অনুশীলন করবে। সুতরাং এখানে একে অপরের সংস্পর্শে আসার কোনো ব্যাপার থাকছে না।' 


অনুশীলনের সময় সাপোর্ট স্টাফদ???র সংখ্যাও কম থাকবে বলে জানিয়েছেন দেবাশিষ। একই সঙ্গে প্রতিটি সেশনে অনুশীলন করার সুযোগ পাবেন অল্প কয়েকজন ক্রিকেটার। যেকোনো সিরিজের আগে একটি নিরাপত্তা বেষ্টনির মধ্যে রাখা হবে খেলোয়াড়দের।


দেবাশিষের ভাষ্যমতে, 'অনুশীলনের সময় আমরা সাপোর্ট স্টাফদের সংখ্যা কমিয়ে আনবো। একটি সেশনে শুধুমাত্র অল্প কয়েকজন খেলোয়াড়দের অনুমতি দেয়া হবে।  আসন্ন কোনও সিরিজের আগে যদি কোনও অনুশীলন প্রোগ্রাম থাকে তাহলে খেলোয়াড়, অফিসিয়াল এবং সাপোর্টিং স্টাফদের একটি নিরাপত্তা বেষ্টনির মধ্যে আনতে হবে যেন কেউ ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে না থাকে।'  



বলা চলে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে জোরেশোরেই এগুচ্ছে বিসিবি। দেবাশিষের কথাতেও তারই ইঙ্গিত পাওয়া গেল আবারো। প্রতিটি অনুশীলন সেশন শেষে যথাযথভাবে সব জায়গা জীবাণুমুক্ত করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।


বিসিবির এই চিকিৎসক বলেছেন, 'প্রতিটি সেশন শেষে সবগুলো জায়গা অবশ্যই জীবাণুমুক্ত করা হবে। আমরা ড্রেসিং রুম, জিমনেশিয়াম, ইনডোর নেট এবং অন্যান্য জায়গা জীবাণুমুক্ত করবো। যখন অনুশীলন শুরু হবে আমরা আইসিসির প্রোটোকল মেনে চলবো।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball