২০২৩ বিশ্বকাপ জিততে চান মাহমুদউল্লাহ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৩তম আসর। আর এই বিশ্বকাপ জিতে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে চান বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার (১ জুন) যমুনা টিভির একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে এমনটা প্রত্যাশা ব্যক্ত করেছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পা রাখে বাংলাদেশ। প্রত্যাশা ছিল পরবর্তী বিশ্বকাপে আরো ভালো করার। কিন্তু গত বছর অনুষ্ঠিত সেই বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি টাইগাররা।

৯ ম্যাচে ৩ জয় নিয়ে আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা। তবে এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি আগামী বিশ্বকাপে চান না মাহমুদউল্লাহ। নিজের ব্যক্তিগত ইচ্ছার কথা লাইভে শেয়ার করেছেন তিনি।
মাহমুদউল্লাহকে অনুষ্ঠান সঞ্চালক প্রশ্ন করেছিলেন ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে। জবাবে তিনি বলেছেন, 'আমার ব্যক্তিগত লক্ষ্যের কথা যদি বলি তাহলে বলবো যে আমরা ২০২৩ বিশ্বকাপ জিততে চাই। আর নিজেকে কোথায় দেখতে চাই সেটি নিয়ে আমি এখনও চিন্তা করি না।'
মরণঘাতী করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো দেশ। সংক্রমণের শঙ্কায় রয়েছে প্রতিটি মানুষ। এমতাবস্থায় বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, 'যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমার কাছে মনে হয় বেঁচে থাকাই এখন অনেক বড় চ্যালেঞ্জের। আগে বেঁচে থাকতে হবে, ঠিক থাকতে হবে এরপরে অন্য জিনিস নিয়ে ভাবা যাবে। প্রতিটি দিনই এখন চ্যালেঞ্জের।'