promotional_ad

মুমিনুলকে টি-টোয়েন্টি দলে চান মাহমুদউল্লাহ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হককে টি-টোয়েন্টিতেও খেলাতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার (১ জুন) যমুনা টিভির সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে এমন ইচ্ছা ব্যক্ত করেছেন টাইগারদের টি-টোয়েন্টি দলপতি। তাঁর বিশ্বাস সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট খেলতে যথেষ্ট পারদর্শী মুমিনুল।  


বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবেই সুপরিচিত মুমিনুল হক। টেস্ট ম্যাটেরিয়াল হিসেবেই তাঁকে শুরু থেকে গণ্য করে আসছেন নির্বাচকেরা। আর সেই কারণে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে খুব একটা দেখা যায়না তাঁকে। 


তবে টেস্ট ব্যাটসম্যানের তকমা লাগানো মুমিনুল যে মারমুখী ব্যাটিং করতেও পারদর্শী সেটি প্রমাণ করেছেন একাধিকবার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরেও তাঁর ব্যাটে রানের ফুলঝুরি দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। শুধু তাই নয়, এই ফরম্যাটে তাঁর ব্যাটিং স্ট্রাইক রেটও মন্দ নয়। এখন পর্যন্ত ৯৯টি-টোয়েন্টি ম্যাচে ১১৩.৬৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মুমিনুল। 



promotional_ad

এমন একজন ব্যাটসম্যানকে তাই স্বাভাবিকভাবেই দলে চান মাহমুদউল্লাহ। লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, 'অবশ্যই তাঁকে দলে চাই। আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটের বিবেচনায় সে অনেক এগিয়ে আছে। ওর স্ট্রোক মেকিং অ্যাবিলিটি এখন অনেক ভালো হয়েছে। ওর শটের রেঞ্জও অনেক ভালো হয়েছে।'


মাহমুদউল্লাহর বিশ্বাস টি-টোয়েন্টিতে সুযোগ দেয়া হলে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন মুমিনুল। তাঁর ভাষ্যমতে, 'আমি মনে করি মুমিনুল অনেক বেশি সামর্থ্যবান। যদি সে সুযোগ পায় আমি বিশ্বাস করি সেটা সে কাজে লাগাতে পারবে এবং নিজেকে প্রমাণ করতে পারবে এই ফরম্যাটেও।'


তিন ফরম্যাটের জন্যই আদর্শ একজন ব্যাটসম্যান হতে পারেন মুমিনুল উল্লেখ করে মাহমুদউল্লাহ আরো যোগ করেন, 'আমার কাছে মনে হয় ???ে মুমিনুল একজন পরিপূর্ণ ক্রিকেটার। সে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ফরম্যাটে খেলতে পারে। এমন না যে সে টেস্ট খেলছে তাই ওর গায়ে টেস্টের তকমা লেগে গেছে। আমি বিশ্বাস করি সে যেকোনো ফরম্যাটে ভালো খেলতে পারে যদি তাঁকে সুযোগ দেয়া হয় এবং তার প্রতি বিশ্বাসটি রাখা হয়।'    


বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪০ টি টেস্ট, ২৮টি ওয়ানডে এবং ৬ টি-টোয়েন্টি খেলেছেন মুমিনুল। যেখানে টেস্টে ৪০.৮৫ গড়ে ২ হাজার ৮৬০ রান সংগ্রহ করেছেন তিনি।



এই ফরম্যাটের ক্রিকেটে ১৩টি হাফ সেঞ্চুরি এবং ৯টি সেঞ্চুরির মালিক তিনি। এছাড়া ওয়ানডেতে ২২.২৮ গড়ে ৫৫৭ রান সংগ্রহ করেন তিনি। ওয়ানডেতে ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। অপরদিকে টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ৬০ রান।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball