এখনই মাঠে ফিরছে না ক্রিকেট

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাঠে ক্রিকেট ফেরাতে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। রবিবার (৩০ মে) ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মরণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ক্রিকেট খেলা। এরই মধ্যে অবশ্য স্বল্প পরিসরে শুরু হয়েছে বিসিবির কার্যক্রম। তবে চূড়ান্তভাবে মাঠের ক্রিকেট শুরু করতে আরো সময়ের প্রয়োজন বলে মনে করছেন নিজামউদ্দিন।

তিনি বলেন, 'সীমিত পরিসরে গণপরিবহণ খুলে দেয়ার পর সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর হয়তো ঘরোয়া খেলার ইভেন্টগুলো শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে তারা। সেক্ষেত্রে এক কিংবা দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে। তার মানে হলো জুনের মাঝামাঝি সময় পর্যন্ত কোনো ইভেন্ট শুরু করা সম্ভব হচ্ছে না।'
মাঠে ক্রিকেট ফেরানোর জন্য খেলোয়াড়দের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে বলেও নিশ্চিত করেন বোর্ডের এই উচ্চপদস্থ কর্মকর্তা। একই সঙ্গে করোনা সংক্রমণের হাত থেকে ক্রিকেটারদের রক্ষা করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেন তিনি।
নিজামউদ্দিনের ভাষ্যমতে, 'আমরা কিংবা ক্লাব চাইলেই তো আর হবে। খেলোয়াড়রা কি বলে সেটাই গুরুত্বপূর্ণ। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার জন্য আমাদের খেলোয়াড়দের মতামত নিতে হবে। আমাদের প্রথমে জানতে হবে তারা কি চায়। তারা যদি রাজি হয় তাহলে আমরা সেভাবে পরিকল্পনামাফিক খেলাগুলো সাজাবো।'