ক্যালিসের খেলা সারাদিন দেখতে পারবো: গোল্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় ইয়ান গোল্ডের। সাউদাম্পটনে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে নতুন ক্যারিয়ার শুরু করেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। এর দুই বছর পর আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে মনোনীত হন গোল্ড।
এরপর থেকে টানা ১১ বছর আম্পায়ারিং করেছেন ৬২ বছর বয়সী গোল্ড। ৭৪ টেস্ট এবং ১৪০টি ওয়ানডেতে দায়িত্ব পালন করা এই আম্পায়ার অবসর নিয়েছেন গত বছর। দীর্ঘ আম্পায়ারিং ক্যারিয়ারের অনেক তারকা ক্রিকেটারের সান্নিধ্য পেয়েছেন তিনি।

এই তালিকাটি স্বাভাবিকভাবেই বেশ লম্বা। তবে প্রবীণ এই আম্পায়ারকে সবচাইতে বেশি অভিভূত করেছেন তিন ক্রিকেটার জ্যাক ক্যালিস, শচীন টেন্ডুলকার এবং হালের বিরাট কোহলি। আম্পায়ারিং করার সময় এই তিন জনের ব্যাটিং সর্বদাই উপভোগ করতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ইংলিশম্যান।
গোল্ড বলেছেন, 'জ্যাক ক্যালিসের খেলা দেখতে আমি অনেক পছন্দ করি। সে খুব ভালো একজন খেলোয়াড়। এরপরে শচীন এবং বিরাট। ক্যালিসের খেলা আমি সারাদিন দেখতে পারবো। একই ব্যাপার বিরাটের ক্ষেত্রেও। আর শচীনের কথা আর কি বলবো, সে এমন একজন ব্যক্তি যে আপনার জন্য চাইলে সারাজীবন ব্যাট করতে পারবে।'
তবে একটা ক্ষেত্রে কিছুটা আক্ষেপ থেকেই যাচ্ছে গোল্ডের। আম্পায়ারিং ক্যারিয়ারে বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের সেরা পারফরম্যান্স সেভাবে প্রত্যক্ষ করা হয়নি তাঁর। সেকারণে হতাশা রয়েই যাচ্ছে এই অভিজ্ঞ আম্পায়ারের।
গোল্ড বলেন, 'আমি কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যবান। কারণ রিকি পন্টিংয়ের সেরাটা আমি দেখতে পারিনি। সে অসাধারণ একজন চরিত্র ছিল, একই সঙ্গে দারুণ একজন অধিনায়কও। সে একজন গর্বিত অস্ট্রেলিয়ান। কিন্তু আমি যখন আসি তখন তাঁর ক্যারিয়ার ক্ষয়িষ্ণু অবস্থার দিকে। তবে সে অনেক সাহায্য করেছে। তাই আমি হতাশ তাঁকে ছেড়ে আসতে পেরে।'