কোনও সেরা ইনিংস নেই মুমিনুলের!

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বের প্রায় প্রতিটি ক্রিকেটারেরই সেরা কিছু ইনিংস থাকে। তবে এক্ষেত্রে বেশ ব্যতিক্রম বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ৪০ টেস্টে ৯টি সেঞ্চুরি করা মুমিনুলের নির্দিষ্ট কোনো সেরা ইনিংস নেই। বরং সবগুলো টেস্ট সেঞ্চুরিই তাঁর কাছে স্পেশাল।
শুক্রবার (২২ মে) ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভে সেরা ইনিংস বাছাই করতে বলা হলে এমনটাই জানিয়েছেন মুমিনুল। এর পেছনে কারণও ব্যাখ্যা করেছেন তিনি। প্রতিটি টেস্ট সেঞ্চুরির সময় পরিস্থিতি এবং কন্ডিশন ভিন্ন ছিল বলেই সবগুলো ইনিংসের মহিমা আলাদা এই অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছে।

মুমিনুল বলেন, 'আমার বলতে গেলে সবকয়টি সেঞ্চুরিই প্রিয়। ৯টি সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল। কারণ একেকটা ম্যাচে একেক ধরণের পরিস্থিতি ছিল, কন্ডিশন ছিল, চ্যালেঞ্জ ছিল। প্রথম দুইটি সেঞ্চুরি কিন্তু ক্রিকেট বুঝে ওঠার আগেই হয়ে গিয়েছিল।'
ক্যারিয়ারে অনেক উত্থান পতন রয়েছে মুমিনুলের। খারাপ ফর্মের কারণে বাদও পড়তে হয়েছে তাঁকে বেশ কয়েকবার। কিন্তু এরপর ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে আবারো ফিরেছেন দলে। সেঞ্চুরি হাঁকিয়ে সামর্থ্যের জানান দিয়েছেন একাধিকবার।
চ্যালেঞ্জ নেয়া প্রসঙ্গে প্রসঙ্গে মুমিনুলের ভাষ্য, 'এরপর যখন বাদ পড়লাম এবং নতুন চ্যালেঞ্জ আসলো তখন আবার দুটি সেঞ্চুরি করি। আবার জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি চ্যালেঞ্জ। একেক সময় একেক ধরণের চ্যালেঞ্জ। বিশেষ কোনো ইনিংস বলাটা আমার জন্য কঠিন। প্রতিটি সেঞ্চুরি আমার কাছে অনেক।'