নাসির দুষ্টু, কিন্তু বেয়াদব না: মুমিনুল

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ছোটবেলা থেকেই বেশ দুষ্টু এবং ডানপিটে ছিলেন নাসির হোসেন। বিকেএসপিতে পড়ার সময় অনেক দুষ্টুমির উদাহরণ রয়েছে তাঁর। কিন্তু মুদ্রার উল্টো পিঠ মুমিনুল হকের ক্ষেত্রে। সদা শান্ত এবং স্বল্পভাষী হিসেবেই সবসময় পরিচিত তিনি।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হওয়ার পরও মিডিয়ার সামনে খুব বেশি কথা বলতে দেখা যায় না মুমিনুলকে। অথচ এই শান্তশিষ্ট মুমিনুলের সঙ্গেই কিনা দারুণ বন্ধুত্ব হয় চঞ্চল নাসিরের। বিষয়টি অবাক করার মতো হলেও আদতে তাই হয়েছে।

মুমিনুলের সঙ্গে বন্ধুত্ব যে কতটা দৃঢ় সেটা কয়েকদিন আগে ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে এসে জানিয়েছিলেন অলরাউন্ডার নাসির। এবার একই কথা জানিয়েছেন টেস্ট দলপতি মুমিনুলও। শুক্রবার (২২ মে) ক্রিকফ্রেঞ্জির লাইভ অনুষ্ঠানে নাসিরের সঙ্গে বন্ধুত্বের গল্প শোনান তিনি।
মুমিনুলের কাছে অনুষ্ঠান সঞ্চালক কাজী সাবির প্রশ্ন করেছিলেন, 'বিকেএসপি নিয়ে অনেক গল্প শুনতে চাই। আমাদের সঙ্গে নাসির হোসেন এসেছিলেন। তাঁকে প্রশ্ন করেছিলাম যে ক্রিকেটে সবচেয়ে কাছের বন্ধু কে? সে বললো সৌরভ। আমি তো শুনে লাফিয়ে উঠলাম। দুই জন দুই ধরণের মানুষ। বাইরে থেকে যতটা দেখি আরকি। আমি প্রশ্ন করলাম সৌরভ কি করে আপনার সেরা বন্ধু? আপনাকেও একই প্রশ্ন করছি।'
এরপর জবাবে মুমিনুল বলেন, 'আমরা বিকেএসপিতে যখন সপ্তম শ্রেণীতে ভর্তি হই তখন থেকে একসঙ্গে অনুশীলন করি, মাঠে যাই, কলেজে যাই। তখন থেকেই আমাদের মধ্যে ভালো একটি বোঝাপড়া শুরু হয়ে গিয়েছিল। আর নাসির একটু দুষ্টু প্রকৃতির ছিল, একটু দুষ্টামি করতো। সেটা নিয়ে আমরা সবাই মজা করতো। ও ওর মধ্যে থাকতো, আমি আমার মধ্যে থাকতাম। ও দুষ্টু ছিল, কিন্তু বেয়াদব ছিল না। দুষ্টু এক জিনিস আর বেয়াদব এক জিনিস। আমি এমনিতেই কথা কম বলতাম, শান্ত ছিলাম। তবে দুষ্টুর সঙ্গে ভালো বন্ধুত্বও হয় বলে আমার কাছে মনে হয়।'