promotional_ad

বিপিএল দেশি মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য না: নাসির

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দেশীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজ পজিশনে খেলার সুযোগ পান না বলে দাবি করেছেন নাসির হোসেন। জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া এই ক্রিকেটার সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে এমন মন্তব্য করেছেন।


বিপিএলে এখন পর্যন্ত রংপুর রাইডার্স, সিলেট সিক্সার্স, ঢাকা ডায়নামাইটস, সিলেট রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন নাসির।



promotional_ad

এরমধ্যে সিলেট সিক্সার্সের হয়ে খেলার সময় ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামতেন তিনি। এছাড়া ঢাকা ডায়নামাইটসে খেলার সময় অধিনায়ক সাকিব আল হাসান তাঁকে তিন নম্বরে খেলার সুযোগ দিতেন।


বিপিএলে চার থেকে পাঁচজন বিদেশি ক্রিকেটার প্রতি দলে খেলে থাকে এবং ব্যাটিং অর্ডারে তাদের গুরুত্ব বেশি দেয়া হয় বলে অভিযোগ নাসিরের।


তিনি বলেন, 'বিপিএলে দেখা যায় ৪-৫ জন বিদেশি ক্রিকেটার থাকে। ওরা সুযোগ পায় বেশি। আর দেশি ওপেনার যারা আছে ওরা খেলতে পারে। দেশি মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু সেভাবে খেলতে পারে না। 



এটা মিডল অর্ডার (দেশি) ব্যাটসম্যানদের জন্য না। বিপিএলে একবার ঢাকার হয়ে খেলেছিলাম। সেই বার সাকিব ভাই আমাকে তিন নম্বরে খেলার সুযোগ করে দিয়েছিলেন।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball