নতুন রূপে ফিরে আসতে চান সাব্বির

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে অপার সম্ভাবনা সৃষ্টি করেও এখন পর্যন্ত সফল নন সাব্বির রহমান। নামের আগে 'ড্যাশিং ব্যাটসম্যান' তকমা লাগলেও সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। এক সময় জাতীয় দল থেকেও বাদ পড়ে গিয়েছেন। জাতীয় দলের রাস্তা এখনও বন্ধ হয়ে যায়নি, এই কথা মানছেন সাব্বির। ফিরে আসতে চান নতুনভাবে, নতুন রূপে।
সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে সাব্বির বলেন, 'যখন আপনি আটকে যাবেন, তখন জীবনের মানে বুঝতে পারবেন। এখন আমি বুঝতে পারছি পরের দশ বছর আমাকে কীভাবে খেলতে হবে। এখন আমি যে বিরতি পেয়েছি, এতেই বুঝতে পারছি কীভাবে খেলতে হবে।

ইনশাআল্লাহ আমি খেলা চালিয়ে যাবো। নতুনভাবে, নতুন রুপে ফিরে আসব। আমি যদি আত্মবিশ্বাসসহ খেলতে পারি, তাহলে আমার দশ ম্যাচে দশটি সেঞ্চুরি দরকার নেই। আমি যদি দশ ম্যাচে ২-৩ ইনিংস খেলতে পারি তাহলেই আমি জাতীয় দলে ফিরতে পারব।'
২৮ বছর বয়সী সাব্বির জাতীয় দলের হয়ে খেলেছেন ১১টি টেস্ট, ৬৬ টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি। তিন সংস্করণ মিলিয়ে কেবলমাত্র ওয়ানডেতে একটি সেঞ্চুরি আছে তাঁর।
টেস্ট ও টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি চারটি করে। ওয়ানডেতে হাফ সেঞ্চুরি ছয়টি। ক্যারিয়ারের শুরুর ভাগে পরিণতবোধ না থাকায় অনেক ইনিংসেরই অকাল মৃত্যু ঘটেছে তাঁর, মনে করছেন সাব্বির।
তিনি আরও বলেন, 'অবশ্যই আমি কিছু সুযোগ মিস করেছি। তাড়াহুড়ো করে রান তুলতে গিয়ে আউট হয়েছি। এখন আমার মধ্যে যে পরিণতবোধ আছে সেটা যদি তখন থাকতো তাহলে আমি হয়তো আরও ভালো করার চেষ্টা করতাম, ইনিংস আরও লম্বা করতাম।
কিছু ম্যাচে দেখা গেছে যে, ৪০-৫০ রান হয়েছে, ছক্কা মারতে গিয়ে আউট হয়েছি। সেঞ্চুরি করারও সুযোগ পাইনি। তখন অনেক কিছুই বুঝিনি। অনেক বেশি পরিশ্রম করিনি।'