বাংলাদেশের সমর্থকরা অসাধারণ: ডু প্লেসি

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বে বাংলাদেশ এবং ভারতের মতো ক্রিকেট পাগল জাতি তৃতীয়টি নেই। নিজ দেশের খেলা হলে গ্যালারিতে উপচে পড়া ভিড় ভারত ও বাংলাদেশের জন্য অইতি পরিচিত একটি দৃশ্য। আর তাই এই দুই দেশে খেলতে গেলে বাড়তি চাপে মুখে থাকতে হয় অন্যান্য দলগুলোকে।
সমর্থকরা যে একটি ম্যাচের মোড় ঘোরাতে অনেকাংশেই সাহায্য করে এর প্রমাণ বারংবার পেয়েছে বাংলাদেশও। এমন অনেক ম্যাচেই গ্যালারি ভর্তি দর্শকদের সমর্থনে উজ্জীবিত হয়েছে টাইগাররা। দিন শেষে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয়ও ছিনিয়ে এনেছে তারা।

২০১৫ সালে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় এর উজ্জ্বল উদাহরণ। বাংলাদেশ এবং ভারতের দর্শকদের ভূয়সী প্রসংশা করতে তাই ভুল করেননি প্রোটিয়াদের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। ফেসবুকে তামিম ইকবালের সঙ্গে লাইভ সেশনে এদেশের সমর্থকদের নিয়ে কথা বলেন তিনি।
মাঠভর্তি বাংলাদেশের সমর্থকদের সামনে খেলা বেশ কষ্টসাধ্য কাজ বলে মনে করেন ডু প্লেসি। তিনি বলেন, 'দর্শকশুন্য মাঠে তোমাদের বিপক্ষে খেললে সেটা আমাদের পক্ষে যাবে। বাংলাদেশ ও ভারতে দর্শকদের সামনে খেলা মাঝেমধ্যে অসম্ভব হয়ে পড়ে। তোমাদের সমর্থকরা অসাধারণ।'
ডু প্লেসির কথার সুর ধরে তামিমও নিজ দেশের সমর্থকদের বাহবা দিয়েছেন। প্রোটিয়া তারকার সঙ্গে একমত পোষণ করে টাইগার ওপেনার বলেছেন, 'দর্শকশুন্য মাঠে আমাদের বিপক্ষে খেললে সেটা তোমাদের পক্ষে যাবে। হ্যা, আমাদের দর্শকরা অসাধারণ। তারা অনেক আবেগপ্রবণ এবং উৎসাহী।'