promotional_ad

বাংলাদেশের সমর্থকরা অসাধারণ: ডু প্লেসি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বে বাংলাদেশ এবং ভারতের মতো ক্রিকেট পাগল জাতি তৃতীয়টি নেই। নিজ দেশের খেলা হলে গ্যালারিতে উপচে পড়া ভিড় ভারত ও বাংলাদেশের জন্য অইতি পরিচিত একটি দৃশ্য। আর তাই এই দুই দেশে খেলতে গেলে বাড়তি চাপে মুখে থাকতে হয় অন্যান্য দলগুলোকে। 


সমর্থকরা যে একটি ম্যাচের মোড় ঘোরাতে অনেকাংশেই সাহায্য করে এর প্রমাণ বারংবার পেয়েছে বাংলাদেশও। এমন অনেক ম্যাচেই গ্যালারি ভর্তি দর্শকদের সমর্থনে উজ্জীবিত হয়েছে টাইগাররা। দিন শেষে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয়ও ছিনিয়ে এনেছে তারা।



promotional_ad

২০১৫ সালে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় এর উজ্জ্বল উদাহরণ। বাংলাদেশ এবং ভারতের দর্শকদের ভূয়সী প্রসংশা করতে তাই ভুল করেননি প্রোটিয়াদের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। ফেসবুকে তামিম ইকবালের সঙ্গে লাইভ সেশনে এদেশের সমর্থকদের নিয়ে কথা বলেন তিনি।


মাঠভর্তি বাংলাদেশের সমর্থকদের সামনে খেলা বেশ কষ্টসাধ্য কাজ বলে মনে করেন ডু প্লেসি। তিনি বলেন, 'দর্শকশুন্য মাঠে তোমাদের বিপক্ষে খেললে সেটা আমাদের পক্ষে যাবে। বাংলাদেশ ও ভারতে দর্শকদের সামনে খেলা মাঝেমধ্যে অসম্ভব হয়ে পড়ে। তোমাদের সমর্থকরা অসাধারণ।'


ডু প্লেসির কথার সুর ধরে তামিমও নিজ দেশের সমর্থকদের বাহবা দিয়েছেন। প্রোটিয়া তারকার সঙ্গে একমত পোষণ করে টাইগার ওপেনার বলেছেন, 'দর্শকশুন্য মাঠে আমাদের বিপক্ষে খেললে সেটা তোমাদের পক্ষে যাবে। হ্যা, আমাদের দর্শকরা অসাধারণ। তারা অনেক আবেগপ্রবণ এবং উৎসাহী।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball