promotional_ad

জুনিয়র উইকেটরক্ষকের স্তুতিতে সিনিয়র উইকেটরক্ষক

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মুশফিকুর রহিম এবং আকবর আলীর মধ্যে সবচাইতে বড় মিল হলো তাঁরা দুইজনই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলেন। একই সঙ্গে দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে হাল ধরতে পারদর্শী তাঁরা।


তবে মেধার বিচারে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরকে নিজের চাইতে এগিয়ে রেখেছেন মুশফিক। মাত্র ১৮ বছর বয়সে তারকা খ্যাতি পাওয়া আকবরকে প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 



promotional_ad

করোনাদুর্গতদের সহায়তায় নিজের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলেন মুশফিক। অপরদিকে মহতী এই উদ্যোগে সামিল হয়ে যুব বিশ্বকাপের জার্সি এবং ব্যাটিং গ্লাভস বিক্রির সিদ্ধান্ত নেন আকবরও।শনিবার এই নিলাম উপলক্ষ্যে আকবরের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হন মুশফিক। সেখানেই আকবরের অনন্য প্রতিভার বন্দনা করেন তিনি। 


মুশফিক বলেন, ‘আকবর যে জায়গায় আছে, ঐ জায়গায় এত মেধাবী আমি ছিলাম না, এমনকি এখনো এমন না। আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। ফাইনালে ও যে ইনিংস খেলেছে চাপের মধ্যে- অসাধারণ। আকবর যেটাই বলুক। ব্যাট হাতে ওর যে চরিত্র, একজন অধিনায়ক এটা মনে হয়নি। মনে হয়েছে সাধারণ একজন ব্যাটসম্যান যে ম্যাচ শেষ করে চলে আসবে। ম্যাচে এত কিছু হয়ে যাচ্ছে এটা ওর ব্যাটিং দেখে বুঝা যায়নি।' 


বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্য এসেছে অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবরের হাত ধরে। তাঁর অধীনেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশের যুবারা। যা কিনা দেশের প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট জয়। 



চলতি বছর দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারায় আকবর আলীরা। সেই ম্যাচে ভারতকে ১৭৭ রানে অলআউট করে শুরুতেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।


রান তাড়া করতে নেমে ভারতের রবি বিষ্ণুইয়ের বোলিং ঘূর্ণিতে ১০২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেখান থেকে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে শিরোপা জিতিয়ে মাঠ ছাড়েন আকবর। একই সঙ্গে ইতিহাস রচনা করেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball